বুধবার (৬ডিসেম্বর) রাঙামাটির বরকল উপজেলায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ত্রিরতন চাকমা। প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা সমবায় কর্মকর্তা জেকলিন চাকমা ও ইউএনও কার্যালয়ের প্রতিনিধি জনাব রিন্টু চাকমা। সভায় জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সভায় উপজেলার যুবরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, আস্থা প্রকল্পটি যুবদের ক্ষমতায়নের ক্ষেত্রে কার্যকরি ভুমিকার পাশাপাশি যুবরা তাদের জ্ঞান,দক্ষতা বিকাশে সহায়তা, আত্নকর্ম সংস্থান সৃষ্টিতে এবং পরিবার ও সম্প্রদায়ের সাথে সম্পর্কের জোরদার হবে।
উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত সুইস এ্যাম্বেসির অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটির দশ উপজেলায় বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পটি চলতি বছরের অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৬ সালের মার্চ মাসে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.