রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও ও রিয়েন্টেশন ক্লাস মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং পাঁচ বিভাগের চেয়ারম্যানরা, বিভিন্ন বিভাগের শিক্ষকরা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে দীপংকর তালুকদার একাডেমিক ভবন-১ এবং একাডেমিক ভবন-২ এ পাঁচটি বিভাগের স্ব-স্ব শ্রেণী কক্ষে নবীন শিক্ষার্থীদের উদ্যেশে কেক কেটে এবং ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম কানুন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় ।
উল্লেখ্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ এ পাঁচটি বিভাগ চালু রয়েছে।
--প্রেস বিজ্ঞপ্তি।