আগামী ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলেেক্ষ বৃহস্পতিবার বান্দরবানে স্বাস্থ্য বিভাগের উদ্যোগ্যে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
বান্দরবান সিভিল সার্জন অফিসের সভা কক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ প্রবির চন্দ্র বণিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইউনিসেফ-এর বান্দরবানের সম্নয়ক ডাঃ অং ছিং থোয়াই মারমা,সিভিল সার্জন অফিসের সিনিয়র স¦াস্থ্য শিক্ষা কর্মকর্তা সা সুই চিং মারমা,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্ছু,সিনিয়র সাংবাদিক বিটিভি বান্দরবান প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম মনু।
এসময় অন্যানদের মধ্যে া উপস্থিত ছিলেন,বান্দরবান সিভিল সার্জন অফিসের ইউপিআই সুপারেন্টেন্ট বাবু মনোজিৎ চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের সিসিটিআই রুবেল কান্তি বিশ্বাসসহ মাঠকর্মী,স্বেচ্ছাসেবী অফিসের অন্যান্য কর্মচারীউপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে বলা হয়, ২৫ এপ্রিল ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন এ ৬ মাসের উপর ৫ বছরের নিছে সকল শিশুকে ভিটামিন‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হবে। ১২-৫৯ মাস বয়সী শিশুকে বছরে দু’বার ১টি করে লাল রঙের ভিটামিন‘এ’ক্যাপসুল খাওয়াতে হবে। কোন শিশুর ৪ মাসের মধ্যে ভিটামিন‘এ’প্লাস ক্যাপসুল খেয়ে থাকলে তাকে আর খাওয়াতে হবে না। শিশুর বয়স ৬ মাস পুর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরের তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।
এতে আরও বলা হয়, দেশের সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে,নগরস্বাস্থ্যকেন্দ্র বক্ষব্যাধি ক্লিনিক,সকল মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিদির্ষ্ট এনজিও ক্লিনিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে কোন শিশু যেন খালি পেটে যেন ক্যাপসুল খাওয়ানো না হয়। খাবার খাওয়ার অন্তত ২ ঘন্টা পরে ক্যাপসুল খাওয়ালে শিশুর জন্য উপকার হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.