বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলায় কৃষক কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরকল উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কর্মশালায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাচিরুল আলম। কর্মশালায় উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন কৃষি সম্পদ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তরুণ ভট্টাচার্য্য। এসময় অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনি কান্তি চাকমা,জেলা সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃঞ্চ প্রসাদ মল্লিক,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা চাকমা সহ কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কৃষি মৌসুমে উন্নত জাতের বোরো ধানের চাষ পদ্ধতি সর্ম্পকে পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়ের) প্রদর্শনী ভূক্ত কৃষক-কৃষানীরা অংশ নেন।
উপজেলার প্রদর্শণী ভূক্ত কৃষক কৃষাণীদের উন্নত জাতের বোরো ধানের চাষ পদ্ধতি সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্পদ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তরুণ ভট্টচার্য ও জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃঞ্চ প্রসাদ মল্লিক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.