বৃহস্পতিবার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে সেনাবাহিনীতে যোগ দেওয়া সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি রিজিয়নের উদ্যোগে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠাানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ। এসময় অন্যান্য সেনা কর্মকর্তা ও লেকার্সের স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এছাড়াও আগ্রহী অভিভাবকরা এই সেমিনারে উপস্থিত ছিলে। অনুষ্ঠানে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় এবং কী কী যোগ্যতার প্রয়োজন হয় সে সম্পর্কে আলোচনাসহ অন্যান্য তথ্য তুলে ধরা হয়। সেনাবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধকরণ ক্লাসটি পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ।
অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ এই উদ্বুদ্ধকরণ ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশসেবার মহান দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী এবং নেতৃত্বগুণের অধিকারী হয়ে সামনে এগিয়ে যেতে হবে| সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে একজন মানুষের মাঝে শৃঙ্খলাবোধ এবং পরিশ্রম করার সামর্থ্য অর্জিত হয়। তার জন্য প্রয়োজন হবে কষ্টসাধ্য ও দুঃসহ প্রশিক্ষণ এবং এতে সফলতা অর্জন করতে পারলে একজন শিক্ষার্থী তার স্বপ্ন বাস্তবায়নে পরিপূর্ণতা লাভ করবে।
--প্রেস বিজ্ঞপ্তি।