খাগড়াছড়িতে জাতীর পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ (১৭) ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় খাগড়াছড়ি ৯টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা সহ (বালক ১০ ও বালিকা ১০) মোট ২০টি দল অংশগ্রহন করেছে। উক্ত খেলায় সোমবার (১৯ জুলাই) বিকেলে বালক দল মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি সদর উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।
এদিকে শেখ ফজিলাতুন্নেছা বালিকা অনুর্ধ (১৭) দীঘিনালা উপজেলাকে হারিয়ে খাগড়াছড়ি সদর উপজেলা ১-০ গোলে চ্যাম্পিয়ান হয়েছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্টানে স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থীর বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু) জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
অনুেষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা।
---হিলবিডি/সম্পদনা/এ,ই