আসন্ন চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। বুধবার আওয়ামীলীগের দলীয় কার্যায়ল থেকে মনোনয়ন বোর্ড তার এই মনোনয়ন ঘোষনা করেছেন। এবারের রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১১ জন। বর্তমান মেয়র আকবর চৌধুরীর মনোনয়ন চুড়ান্ত পেয়ে আবারও রাঙামাটির পৌরসভা নির্বাচনের নৌকার মাঝির হাল ধরলেন।
জানা যায়, ১৯৬৭ সালে টাউন কমিটি দিয়ে গঠিত হলেও ১৯৭২ সালের ৮ মে যাত্রা শুরু করে এ প্রথম শ্রেনীর রাঙামাটির পৌর সভাটি। এ পৌরসভার আয়তন ৬৪ দশমিক ৭২ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রাঙামাটি পৌরসভার বর্তমান ভোটার রয়েছেন ৫৭ হাজার ৭৮৪ জন(পুরুষ ৩২,১০৮,নারী ২৫,৬৮৬ জন)।
একাধিক সূত্রে জানা গেছে, অনেক জল্পনা কল্পনা তর্ক-বিকর্ত ঘটিয়ে অবশেষে আসন্ন চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এবার পৌরসভার আসন্ন নির্বাচন সামনে রেখে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছেন, বর্তমান মেয়রসহ মোট ১১ জন। শেষ পর্যায়ে তাদের মধ্যে সম্ভাব্য তালিকার শীর্ষে ছিলেন বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী এবং সাবেক মেয়র হাবিবুর রহমান। অবশেষে সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে আকবর হোসেন চৌধুরী মনোনয়ন পেলেন। এতে কেন্দ্র থেকে তাকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের নেতা কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গেল ২০১৫ সালের নির্বাচনে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১৭ হাজার ৯৪৩ ভোটে রাঙামাটি পৌরসভার মেয়র নির্বাচিত হন আকবর হোসের চৌধুরী। ওই সময়ের জেলা যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন চৌধুরী বর্তমানেও বহাল রয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ড. গঙ্গা মানিক চাকমা পেয়েছিলেন, ১০ হাজার ১৯৮ ভোট। দলীয় নেতাকর্মীদের মতে, এবারও বিপুল ভোটে জিতবেন আকবর হোসেন চৌধুরী।
সূত্র জানায় এবারের পৌর নির্বাচনে বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী ও সাবেক মেয়র হাবিবুর রহমান ছাড়াও নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা অমর কুমার দে, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান চৌধুরী, সহ-সভাপতি আবু সৈয়দ, মঈন উদ্দিন সেলিম, যুবলীগ নেতা মুজিবুর রহমান দীপু, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সেলিম ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম।
উল্লেখ্য, গেল ৩ জানুয়ারী চতুর্থ ধাপের পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যে রাঙামাটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর পদ্ধতিতে । চতুর্থ ধাপের ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। বাছাই করা হবে ১৯ জানুয়ারি। এছাড়াও ২৬ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপার ব্যবহার করা হবে। ভোট গ্রহন হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
দলীয় মনোনয়ন পাওয়ায় বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী দলীয় সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাঙামাটি আসনের নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদারের কাছে কৃজ্ঞতা জ্ঞাপন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.