চতুর্থ ধাপের পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ৫৬টি পৌরসভায় ভোট নেওয়া হবে ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যে রাঙামাটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর পদ্ধতিতে ।
চতুর্থ ধাপের ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। বাছাই করা হবে ১৯ জানুয়ারি। এছাড়াও ২৬ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপার ব্যবহার করা হবে। ভোট হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব জানিয়েছেন, কমিশন সভায় আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝূঁকিপূর্ণ পৌরসভাগুলোতে ইভিএম ব্যবহার করা হচ্ছে। বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।
এ ধাপের পৌরসভাগুলোর মধ্যে রয়েছে-ঠাকুরগাঁওয়ের সদর (ইভিএম), রাণীশংকৈল (ব্যালট), রাজশাহীর নওহাটা (ব্যালট), গোদাগাড়ী (ইভিএম), তাহেরপুর (ব্যালট), লালমনিরহাটের সদর (ইভিএম) পাটগ্রাম (ব্যালট), নরসিংদী সদর (ব্যালট), মাধবদী (ইভিএম), রাজবাড়ীর গোয়ালন্দ (ব্যালট), রাজবাড়ী সদর (ইভিএম), বরিশালের মুলাদী (ইভিএম), বানারীপাড়া (ব্যালট), শেরপুর সদর (ইভিএম) শ্রীবরদী (ব্যালট), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম), নাটোরের বড়াইগ্রাম (ব্যালট), সদর (ব্যালট), খাগড়াছড়ির মাটিরাঙ্গা (ব্যালট), বান্দরবান সদর ( ইভিএম), বাগেরহাটের সদর (ইভিএম), সাতক্ষীরা সদর (ইভিএম), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম) কুমিল্লার হোমনা (ইভিএম), দাউদকান্দি (ইভিএম), চট্টগ্রামের সাতকানিয়া (ইভিএম), চন্দনাইশ (ব্যালট), কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর (ব্যালট), করিমগঞ্জ (ব্যালট), টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম), কালিহাতী (ব্যালট), পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর (ব্যালট), আলমডাঙ্গা (ইভিএম), ফেনীর পরশুরাম ইভিএম, চাঁদপুরের কচুয়া (ইভিএম), ফরিদগঞ্জ (ব্যালট), মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনার সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম), বাঘারপাড়া (ব্যালট), রাঙামাটি সদর (ইভিএম), মুন্সিগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুর ডামুড্যা (ব্যালট), জামালপুরের মেলান্দহ (ব্যালট), ময়মনসিংহের ফুলপুর (ইভিএম) জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম), কালাই (ব্যালট), নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম), ফরিদপুরের নগরকান্দা (ব্যালট) এবং সিলেটের কানাইঘাট (ব্যালট)।
এদিকে রাঙামাটিতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাঙামাটি পৌরবাসী প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন। তবে জাতীয় রাজনৈতিক দল ও স্থানীয় রাজনৈতিক দল থেকে এখনো কোন প্রাথীর মনোনয়ন চুড়ান্ত করেনি। জানা গেছে আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় শীর্ষে রয়েছেন বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী এবং গেল ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব।
উল্লেখ্য, ১৯৬৭ সালে টাউন কমিটি দিয়ে গঠিত হলেও ১৯৭২ সালের ৮ মে যাত্রা শুরু করে এ প্রথম শ্রেনীর রাঙামাটির পৌর সভাটি। এ পৌরসভার আয়তন ৬৪ দশমিক ৭২ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রাঙামাটি পৌরসভার বর্তমান ভোটার রয়েছেন ৫৭ হাজার ৭৮৪ জন(পুরুষ ৩২,১০৮,নারী ২৫,৬৮৬ জন)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.