রোববার রাত ১২টার দিকে রাঙামাটি সদর উপজেলার জীবতলীতে সেনাবাহিনির টহলরত গাড়ীর উপর সন্ত্রাসীরা গুলি গুলি বর্ষন করেছে। এতে সেনাবাহিনী আত্নরক্ষার্থে পাল্টা গুলি করলে মিল্টন চাকমা (৪৭) নামে এক সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে ১ টি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় রোববার রাত ১২টার দিকে রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের বাইচ্ছ্যা তলী ব্রীজ এলাকায় সেনাবানিহীর একটি টহলরত গাড়ী গেলে অতর্কিতে গুলি বর্ষন করে সন্ত্রাসীরা। এসময় সেনাবাহিনীও আতœরক্ষার্থে পাল্টাগুলি চালালে জেএসএসএসের কর্মী মিল্টন চাকমা ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার কাছ সাথে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ খবর পেয়ে সোমবার সকালের দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত মিল্টন চাকমা গ্রামের বাড়ী মগবান ইউনিয়নের প্রেজুছড়া গ্রামের মৃত সুরেশ মনি চাকমার ছেলে।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবীর হোসেন সত্যতা স্বীকার করে জানান,রোববার রাত ১২টার দিকে নিরাপত্তাবাহিনীর টহলের উপর সন্ত্রাসীরা গুলি করলে পাল্টাগুলি করলে মিল্টন চাকমা নিহত হন। তার বুকে গুল লাগে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.