জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির জন্য সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্ঠানে শক্তিশালী করণ প্রকল্পের আওতায় বুধবার রাঙামাটিতে এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার সন্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডার অর্থায়নে পরিচালিত প্রকল্পের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন হিল ফ্লাওয়ারের প্রজেক্ট ম্যানেজার জ্যোতি বিকাশ চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন আশিকভ ডেভেলপম্যান্ট এসোসিয়েটের প্রকল্প কর্মকর্তা বিমল কান্তি চাকমা, , টিআইবির রাঙামাটির এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা, হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়ান, লেপ্রসি মিশনের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা, টংগ্যার প্রকল্প ব্যবস্থাপক প্রাণজিৎ দেওয়ান, ব্লাষ্টের প্রতিনিধি নান্টু মারমা, জুম ফাউন্ডেশনের আর্থিক ব্যবস্থাপক মিশেল চাকমা, সাংবাদিক সত্রং চাকমা, ফ্রি ল্যান্স ফটোগ্রাফার ছন্দ সেন চাকমা প্রমুখ। সভায় এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা রাঙামাটিতে যেসব এনজিও রয়েছে তা সমন্বয় থাকা দরকার। যাতে এনজিওদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এনজিও দের মধ্যে অর্পিত দায়িত্ব ও সেবাসমুহ যাতে সেবা গ্রহীতারা পেতে পারে তার জন্য গুরুত্ব দিতে হবে। এছাড়া সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতাদের মধ্যে সমন্বয় করে দেওয়া। যাতে সরকারী সেবাসমূহ সেবা গ্রহীতার সহজেই পেতে পারে।
হিল ফ্লাওয়ারের প্রজেক্ট ম্যানেজার জ্যোতি বিকাশ চাকমা প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বলেন, বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা বিষয়ে সচেতনা সৃষ্টি ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা। এছাড়া তিনি মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় পর্যায়ে হয়তো ভয়াবহ হতে পারে সে জন্য সকলকে সচেতন হবে এবং একযোগে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.