প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের সমপরিমাণ বেতনের অর্থ প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখার জন্য প্রণোদনা প্রদানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয় রাবিপ্রবি।
বৃহস্পতিবার রাবিপ্রবির তথ্য কর্মকর্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখার জন্য প্রণোদনা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে রাবিপ্রবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এক দিনের সমপরিমাণ বেতনের অর্থ প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। উক্ত অর্থ অতি দ্রুত প্রধানমন্ত্রীর দপ্তরে প্রদান করা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.