রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য বাঙ্গালী কোটার দাবীতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ জেলা শাখা কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার আহবায়িকা বেগম নুরজাহান। বক্তব্য রাখেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাদারন সম্পাদক মো: আলমগীর,সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম,মো: শাহআলম, মো:হাবিবুর রহমান,বকুল,শাখাওয়াত হোনেস, জামিল প্রমুখ। এর আগে শহরে বএকটি বিক্ষোভ মছিল বের করা হয়।
অন্য দিকে খাগড়াছড়ির জেলা শহরে একই দাবীতে ছাত্র নেতা মহিউদ্দিন এবং নজরুল ইসলাম মাসুদের নেতৃত্তে একটি বিক্ষোভ মিছিল সদর জেলার শহর এর ভিভিন্ন স্থান প্রদক্ষিন একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশে বক্তারা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় এর ভর্তিতে একপেশে পাহাড়ী কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করা এবং চাকুরীর নিয়োগে জনসংখ্যার আনুপাতিক হারে সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালীদের নিয়োগের দাবী জানান। এরপরও এসব আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা আগামী ৬ মার্চ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচী পালনের আহব্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,