মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় হেডম্যান ও কার্বারীদের নিয়ে দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জোনের সার্বিক সহযোগিতায় পানছড়ি উপজেলা পানছড়ি আর্মি ক্যাম্প এর উদ্যোগে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ১৪ ই বেঙ্গলের জোন অধিনায়ক লে: কর্ণেল জি.এম সোহাগ, উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম, পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর রফিকুল ইসলামের খাগড়াছড়ি জোনের ক্যাপ্টেন সাইদ জোবায়েদ ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও হেডম্যান অরুণজয় রোয়াজা ও চাইয়ং মারমা প্রমূখ।
সম্মেলন শেষে খাগড়াছড়ি ১৪ ই বেঙ্গলের জোন অধিনায়ক বিভিন্ন মৌজা প্রধানদের নিজ এলাকার জন্য ফুটবল এবং স্থানীয় খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,