• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের রুম সিলগালা করে দেওয়ার অভিযোগ

Published: 21 Sep 2016   Wednesday

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব ও সহকারী প্রধান শিক্ষকের রুম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসাইন কর্তৃক সিলগালা করার অভিযোগ উঠেছে। অভ্যন্তরিন কোন্দল ও নিজের অবস্থান পাকাপুক্ত করার জের ধরে এই ঘটনার সূত্র বলে জানা গেছে। 

 

গেল ৭ সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বান্দরবান জেলা ও লামা উপজেলা প্রশাসনের কারোর অনুমতি না নিয়ে সিলগালার কারণে লামার মাধ্যমিক পর্যায়ের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান লামা সরকারী উচ্চ বিদ্যালয় অর্ধশত বছরের ঐতিহ্য, গৌরব ও সম্মান হারানোর প্রশ্ন দেখা দিয়েছে বলে জানায় বিদ্যালয়ের অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। এই কোন্দলের কারণে নিয়মিত পাঠদানে সমস্যা হচ্ছে বলে জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


নাম প্রকাশ না করা সত্ত্বে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, মূলত স্কুলের বিভিন্ন অর্থনৈতিক আয় ব্যয় হিসাব নিজের মন মত করতে না পারায় ও সহকারী শিক্ষকরা তাতে সম্মতি না দেয়ায় প্রধান শিক্ষক মোক্তার হোসাইন পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র ইস্যুাকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ শিকার করার পায়তারা চালাচ্ছে।

 

এইসব ছোটখাট সমস্যাকে নিজেদের মধ্যে সমাধানের সুযোগ থাকলেও বাহিরের লোকজনকে জানিয়ে নিদির্ষ্ট কিছু শিক্ষককে বদলী করে বিদ্যালয়ে একনায়কতন্ত্র পরিবেশ সৃষ্টি তার মূল উদ্দেশ্য। যেখানে বিদ্যালয়ে মাত্র ৮জন শিক্ষক আছে সেখানে শিক্ষক সরানোর চেষ্টা বিদ্যালয়ের স্বার্থক্ষুন্ন ছাড়া আর কিছু নয় বলে জানায়।


জানা গেছে, বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা গেল ১১জুলাই থেকে শুরু হয়ে ২৬তারিখ শেষ হয়। কিন্তু ২২ জুলাই অষ্টম শ্রেণীর ফরম পূরণের শেষ সময় হওয়ায় প্রধান শিক্ষক ৬টি বিষয়ের ফলাফলের ভিত্তিতে যারা পাস করবে তাদের ফরম পূরনের জন্য সিদ্ধান্ত দেন। তাই ২০ জুলাই ৬টি বিষয়ের উপর ফলাফল প্রকাশ করা হয় এবং ১৪০ জনের মধ্যে ১০২ জনকে ফরম পূরণ করা হয়।


শারীরিক শিক্ষার বিষয় ভিত্তিক শিক্ষক নুরুল ইসলাম ফরিদ বলেন, যেহেতু শারীরিক শিক্ষা পরীক্ষার নম্বর ছাড়া অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং প্রধান শিক্ষক এই বিষয়ের কোন গুরুত্ব নেই বলে বলায় খাতাগুলো না কেটে জমা দেয়া হয়। সে সুযোগটি কাজে লাগিয়ে তিনি আমাদের হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাছাড়া পরীক্ষার টাকা বাচাঁতে প্রধান শিক্ষক মূল খাতার সাথে নৈর্ব্যত্তিক উত্তরপত্র সংযুক্ত করে খাতা ছাপিয়েছেন। এটা সম্পূর্ণ বোর্ডের নিয়মের পরিপন্থী।


এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে বলেন, রুমটিতে পরীক্ষার খাতার অনিয়মের কিছু তথ্য থাকায় আমি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে অবহিত করে সিলগালা করেছি।


এই বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক সাংবাদিককে বলেন, লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে সিলগালার বিষয়ে আমি কিছুই জানি না। এই বিষয়ে প্রধান শিক্ষক আমাকে কিছু জানাননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ