• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
প্রশাসন ও বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরণে পার্বত্য মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করবে                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    
 
ads

শনিবার ইউপি নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতীয় সম্পন্ন করেছে রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয়
রাঙামাটির ৪৭টি ইউপিতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2016   Friday

শনিবার ৬ষ্ঠ ধাপের অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে রাঙামাটির ৪৭টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠ, অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে জেলা নির্বাচন কার্যালয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।


এদিকে, রাঙামাটির ৪৭টি ইউনিয়নে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নির্বাচনী কমকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের কাছে শুক্রবার বিতরণ করেছে। ইতোমধ্যে পুুলিশের কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচনের ব্যালট পেপার ও সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তারা সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে অবস্থান  নিয়েছেন।  


জানা গেছে, শনিবার ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলার ৪৮টি ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপিতে সীমানা বিরোধের কারণে হাইকোর্টে মামলা থাকায় এবং কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থী বিজয়ী হওয়ায় নির্বাচন হচ্ছে না। এবার এই ৪৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪৯ জন, সাধারন সদস্য পদে ৩৫১ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে ১১৮জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। এর মধ্যে দলীয়ভাবে আওয়ামীলীগ থেকে ৪১ জন, বিএনপি থেকে ২০, জাতীয় পার্টি থেকে ৪ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমার নেতুত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেকিট ফ্রন্ট(ইউপিডিএফ) ও এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮২ জন চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

 

এ ৪৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৩লাখ ২৩ হাজার ৮৭০জন। এর মধ্যে পুরুষ রয়েছে ১লাখ ৭০ হাজার ২৬৭ জন এবং মহিলা রয়েছে ১লাখ ৫৩ হাজার ৬০৩ জন।

 

জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম অভিযোগ করে জানান, তাদের সমর্থিত প্রার্থীদের প্রত্যেক দিন বিশেষ করে ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালাচ্ছে এবং হুমকি-ধামক্কি দিয়ে যাচ্ছে। এমনকি নির্বাচনী দিনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্যও হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে। তিনি ভোট ডাকাতি না হয় সজন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে এবং নির্বাচনের দিনে সেনা বাহিনী মোতায়েনের দাবী জানান।


জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মতব্বর জানান, সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের হুমকি ও নানা রকরম বাধার কারণে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থীরা ঠিকমত প্রচার প্রচারণা চালাতে পারছেন। বিশেষ করে নানিয়ারচর, জুরাছড়ি ও রাজস্থলীসহ কয়েকটি এলাকায় প্রচারণা চালাতে পারছেন না তাদের দলের সমর্থিত প্রার্থীরা।

 

তিনি বিএনপির অভিযোগের বিষয়ে বলেন, আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের হুমকি-ধামাক্কির কারণে তার দলের প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন না। সেই জায়গায় বিএনপি’র প্রার্থীদের হুমকি দেওয়া প্রশ্নই আসে না। এসব অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক ফায়দা লুঠার জন্য এসব অভিযোগ আনা হচ্ছে।


তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের হুমিক-ধামক্কি ও নানা বাধার কারণে আওয়ামীলীগের পক্ষ থেকে নির্বাচন থেকে সরে আসার হুমকি দিলেও পরে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনে সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্ন নির্বাচনে আশ্বাস দেয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।


এদিকে, জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাঙামাটি জেলার ৪৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ন রয়েছে। এ সকল কেন্দ্রে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।


জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাজিম উদ্দীন জানান,ইসির নির্দেশে রাঙামাটির ৪৭টি ইউনিয়নের ৪৩৯টি ভোট কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরের দিন প্রতিটি কেন্দ্রে অকিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।


তিনি আরো জানান, রাঙামাটির ৪৭টি ইউনিয়নে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নির্বাচনী কমকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের কাছে শুক্রবার বিতরণ করা হচ্ছে। ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে নির্বাচনী কর্মকর্তারা যে যার কেন্দ্রে চলে যাচ্ছেন।

 

৫৩টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছেঃ
অতি দুর্গমতার কারণে এবার রাঙামাটি ৫৩টি ভোট কেন্দে নির্বাচনী দিনে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তা, কর্মচারীসহ নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারের মাধ্যমে আনা নেওয়া করা হবে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বরকল উপজেলায় ১৫টি, জুরাছড়িতে ২০টি, বিলাইছড়িতে ১০টি এবং বাঘাইছড়িতে ৭টি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ