• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চার উপজেলায় চেয়ারম্যান পদে জেএসএসের দুজন ও আঃলীগের দুজন প্রার্থী জয়ী                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রচারনায় ব্যস্ত                    প্রশাসন ও বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরণে পার্বত্য মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করবে                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    
 
ads

৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচন
রাঙামাটির ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মিতা চাকমা

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016   Thursday

আগামী ৪ জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে রাঙামাটির ৪৭টি ইউনিয়নের মধ্যে একমাত্র নারী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মিতা চাকমা।  তিনি জেলার জুরাছড়ি সদর ইউপির নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন। এ ইউনিয়নে তার সাথে দু’জন পুরুষ প্রার্থী  প্রতিদ্বন্ধিতা অবতীর্ণ হয়েছেন।

 

জানা যায়, রাঙামাটি জেলার দুর্গম উপজেলা হচ্ছে জুরাছড়ি উপজেলা। এ উপজেলার মোট চারটি ইউনিয়ন রয়েছে। সেগুলো হল বনযোগীছড়া, জুরাছড়ি সদর, দুমদুম্যা ও মৈদং ইউনিয়ন। এ উপজেলায়  মোট ভোটার  রয়েছে ১৬ হাজার ৬০৬ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৬৯১ জন এবং মহিলা হচ্ছেন ৭ হাজার ৯১৫জন। এ উপজেলাটি দুর্গমতার কারণে নির্বাচনী দিনে ১৫টি ভোট কেন্দ্রে হেলিসর্টি(হেলিকপ্টার) ব্যবহার করা হবে বলে জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে। 

 

সূত্র আরো জানায়, রাঙামাটি ৪৭টি ইউনিয়নের মধ্যে জুরাছড়ি সদর ইউনিয়নের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে  ও আওয়ামীলীগের টিকিট নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন মিতা চাকমা। মিতা চাকমা ২০০৫ সালে আওয়ামীলীগে যোগদান করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ইউনিয়নে মোট  ভোটার রয়েছে ৫ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ হচ্ছে ২ হাজার৯২৬ জন এবং মহিলা হচ্ছে  ২ হাজার ৭৮৬ জন। এ জুরাছড়ি সদর ইউনিয়নে দু’জন পুরুষ স্বতন্ত্র প্রার্থী ক্যানন চাকমা ও জাপানী বিজয় দেওয়ানের সাথে  মিতা চাকমা প্রতিদ্বন্ধিতায় লড়ছেন। এ উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। 

 

১৩৩নং মৌজার হেডম্যান সন্তোষ বিকাশ দেওয়ান ও ১৪৩ নং লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান বলেন, নারীদের এগিয়ে যাওয়ার জন্য সমাজকে সহযোগীতা করতে হবে। তাহলে নারীদের বৈষম্যতা দূর ও এলাকায় স্থায়ী উন্নয়ন করা সম্ভব হবে।

 

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা জানান, নারীদের কল্যানে ও এলাকা উন্নয়নে মিতা চাকমার যথেষ্ট প্রতিভা রয়েছে। এলাকায় উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী মিতা চাকমাকে নৌকা প্রতীকে জয়ী করা সময়ের দাবী।

 

জুরাছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতিময় চাকমা জানান, জুরাছড়ি  উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন মিতা চাকমা।

 

জুরাছড়ি ইউনিয়নের আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা জানান,২০০০ সালে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতিতে যোগদান করেন। পরে ২০০৫ সালে আওয়ামীলীগে যোগদান করেন। দীর্ঘ  দিন ধরে পাহাড়ের অধিকার হারা নারীদের অধিকার আর্জন ও বঞ্জনা প্রতিরোধের লক্ষে তিনি কাজ করছেন। ২০০৩ সালে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩ নং নারী আসনে সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন দেখেছেন নারী সদস্য ও এলাকার নারীরা প্রতিটি স্থরে অবহেলিত ও বঞ্জনার শিকার। তখন থেকে তাঁর বুকে স্বপ্ন বেঁধে নেয় চেয়ারম্যান পদে নির্বাচন করার।

 

তিনি  আরও জানান, নির্বাচিত হলে তিনি এ ইউনিয়নে নারী বান্ধব প্রকল্পর মাধ্যমে নারীদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিকভাবে নারীদের নিয়ে কল্যানমূলক কাজ সম্পাদন, পানীয় জলেরে সু-ব্যবস্থাসহ এলাকায় সড়ক ও বিদ্যুৎ সম্প্রসারণে কাজ করে যাবেন।

 

উল্লেখ্য,রাঙামাটি জেলার ৪৯টি  ইউনিয়নের মধ্যে এবার ৪৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১৮৯ জন, সাধারন সদস্য পদে ৩৫১ জন  এবং সংরক্ষিত  আসনের সদস্য পদে ১১৮জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ