• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাইয়ের আওয়ামীলীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেফতার                    রাবিপ্রবি’র উন্নতি ও দেশে-বিদেশে সুনাম ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ভিসির                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে অনুপ কুমার চাকমা                    রাঙামাটিতে মাসসের সাথে সাংবাদিকদের মতবিনিময়                    সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পিসিপি-এইচডব্লিউএফের নিন্দা ও প্রতিবাদ                    ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা                    কাউখালীতে অসহায় ও গরীব সুরেশ চাকমা পরিবারের পাশে প্রশাসন                    “ আদিবাসী শব্ধ” সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন                    খাগড়াছড়ির রামগড় স্থল বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা                    মাসসের আওয়ামীলীগপন্থী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও লুটপাটের অভিযোগ                    প্রেস কাউন্সিলের একেবারে অকার্যকর,প্রয়োজনীয়তা নেই-কামাল আহমেদ                    রাঙামাটিতে লজিকের যুবক গ্রুপের র‌্যালি ও আলোচনা সভা                    পাহাড়ি থেকে অগ্রাধিকারের ভিত্তিতে রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগের দাবীতে স্মারকলিপি                    রাবিপ্রবি’র ভিসি নিয়োগের দাবীতে শিক্ষাথীদের আড়াই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ                    বিলাইছড়িতে তামাকের বদলে চাষ হচ্ছে শিম-বাদাম                    খাগড়াছড়িতে শীত বস্ত্র বিতরণ                    খাগড়াছড়িতে চাঙমা ভাষা শিখন কার্যক্রম শুরু                    নানিয়ারচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারকে মানবিক সহায়তা হিসেবে অর্থ প্রদান                    লংগদুতে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১                    রাঙামাটিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা                    
 
ads

খাগড়াছড়িতে ‘সমকাল-বিএফএফ’ স্কুল বিতর্ক প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন নতুনকুঁড়ি ক্যান্ট: হাই স্কুল ও রানার্স-আপ মাটিরাঙ্গা শান্তিপুর উচ্চ বিদ্যালয়

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2016   Saturday

শনিবার খাগড়াছড়িতে  ‘সমকাল-বিএফএফ’ স্কুল ভিত্তিক বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে  নতুনকুঁড়ি ক্যান্টমেন্ট হাই স্কুল এবং রানার্স-আপ মাটিরাঙ্গা শান্তিপুর উচ্চ বিদ্যালয়। 

 

‘তর্কে-বিতর্কে বিজ্ঞানের সাথে’ শ্লোগানে টানা চতুর্থ বারের আয়োজিত এই প্রতিযোগিতায়  জেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। সেগুলো হল মাটিরাঙ্গা মডেল হাই স্কুল, নতুনকুঁড়ি ক্যান্ট: হাই স্কুল, কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা শান্তিপুর উচ্চ বিদ্যালয়, টিউফা আইডিয়াল হাই স্কুল এবং মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল হাই স্কুল।

 

সকালের দিকে নতুন কুঁড়ি ক্যান্ট: হাই স্কুল’র অডিটোরিয়ামে আয়োজিত  বির্তক অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় নতুনকুঁড়ি’র সহকারী প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সা: সম্পাদক আবু তাহের মুহাম্মদ, মাটিরাঙ্গা মডেল হাই স্কুলের শিক্ষক মো: ইদ্রিস ও সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশ-জাতির সঠিক ইতিহাস, ভাষা-সংস্কৃতি ও দর্শনগত নির্মিতির প্রকৃত উৎস জানার জন্য বিতর্কের অবদান অপরিসীম। একটি বিকশিত যুক্তিনির্ভর প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে সমকাল-বিবিএফ বিতর্ক প্রতিযোগিতা খাগড়াছড়িতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে অনেক কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আগামীতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবছর স্কুল-মাদ্রাসা ও কলেজ ভিত্তিক একটি বিতর্ক উৎসব আয়োজনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

 

দুপুরের দিকে  পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ও প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: জহুরুল আলম।

 

চুড়ান্ত পর্বে নতুনকুঁড়ি ক্যান্ট: হাই স্কুল, চ্যাম্পিয়ন  এবং মাটিরাঙ্গা শান্তিপুর উচ্চ বিদ্যালয়, রানার্স-আপ নির্বাচিত হয়। শ্রেষ্ট বিতার্কিক নির্বাচিত হয় নতুনকুঁড়ি ক্যান্ট: হাই স্কুলের বিতার্কিক সুরাইয়া লিয়াকত এলি।

 

দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের ভূমিকা পালন করেন খাগড়াছড়ি ডিবেটিং ফোরামের সভাপতি অধ্যাপক দুলাল হোসেন ও মাটিরাঙ্গা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম। বিচারকের দায়িত্ব পালন করেন রওশন জাহান সাথী, মনিরুল ইসলাম, হরিপদ দেবনাথ, সাইফুদ্দিন মিঠু ও নুরচ্ছাফা মানিক। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হল, নতুনকুঁড়ি’র যথাক্রমে আশফাকুল ইসলাম, শারমিন শাহজাদী ও সুরাইয়া রিয়াকত এলি। রানার্স-আপ দলের বিতার্কিকরা হলেন মাটিরাঙ্গা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ফারজানা ইসলাম রুবি, সালমা আক্তার ও সুমাইয়া আক্তার বিজয়।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন বলেন, বিজ্ঞান চর্চার প্রতি এখনকার শিশু-কিশোর এবং শিক্ষার্থীদের মনোযোগ কমে যাবার মূলেই রয়েছে বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং সহ-পাঠক্রমিক কার্যক্রমের অনুপস্থিতি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী-বেসরকারী উদ্যোগে সৃজনশীল প্রতিযোগিতা বাড়ানো গেলে দেশে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত মেধার যথাযথ বর্হিপ্রকাশ ঘটবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ