রোববার বান্দরবান কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ এবং নবনির্মিত ছাত্রাবাসের উদ্ধোধন করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর,অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সদর উপজেলা ভুমি কর্মকর্তা রুমি চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম প্রমুখ।
পরে পার্বত্য প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭৩ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমিন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন শুধু বিদ্যালয়ে লেখা পড়া করলে চলবে না। সকলকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জনসেবায় আত্ননিয়োগ করতে হবে। তিনি সুজলা সুফলা সোনার বাংলাদেশ বিনির্মানে জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.