সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শতভাগ উপস্থিততির মধ্যে দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় বুহৎ পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমাননা পরীক্ষা।
উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্রে মধ্যে ২টি এসএসসি কেন্দ্র ও ১টি দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট ৫৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। তার মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র পানছড়ি ১-এ ৩৬০ জন, পানছড়ি ২-এ ১৯৩জন ও দাখিল পরীক্ষা কেন্দ্র পানছড়িতে নিয়মিত ২৮ এবং অংশিক ১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এবারের পরীক্ষা কোন প্রকার অনুপস্থিত নেই বলে জানাগেছে।
অপর দিকে পরীক্ষা কেন্দ্র গুলো খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রিভিনিউ) আ.ন.ম নাজিম উদ্দিন, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বার্হী অফিসার মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক পরিদর্শন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.