বান্দরবান সদর থানা কমিউনিটি পুলিশিং’র উদ্যোগে শিক্ষার্থী সম্পৃক্তকরণ কর্মসূচী “শিসক” কার্যক্রমের লক্ষে সোমবার সভা অনুষ্ঠিত হয়েছে।
ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়, লামার পাড়া ও সুয়ালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচীর সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিক উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ মহিম উদ্দিন। অনুষ্ঠানে পড়ালেখায় আরও মনযোগী হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ রফিক উল্লাহ মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, ট্রাফিক আইন, মোবাইল ফোন ও ইন্টারনেটের অপব্যবহার, নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন, দূর্যোগ কালীন সময়ে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা এবং বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্যে প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.