খাগড়াছড়ির পানছড়িতে প্রাথমিক কিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ শুরু হয়েছে।
খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থার জাবারাং কল্যাণ সমিতির অর্থায়নে পানছড়ি উপজেলা অফিসার ক্লাবে এ প্রশিক্ষনে উপজেলার ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক রয়েছেন জাবারাং কল্যাণ সমিতির টেকনিকেল অফিসার অনিল চাকমা, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু তোয়াব মাহমুদ মজুমদার।
প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রধান শিক্ষক মোঃ আবছার বলেন, প্রশিক্ষণে একাডেমিক সুপারভিশন সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় শেখানো হচ্ছে। আমরা খুবই লাভবান হবো। সে জন্য জাবারাং কল্যাণ সমিতিকে অনেক অনেক ধন্যবাদ।তিনি পর্যায়ক্রমে সকল প্রধান শিক্ষকদেরকে এ প্রশিক্ষণ দেওয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.