পাহাড়ে মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্য আজ বুধবার রাঙামাটিতে পুষ্টি উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স সন্মেলন কক্ষে হিলফ্লাওয়ারের বাস্তবায়নে পার্টনারশিপ ফর রিসিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএইচটি রিজয়ন(পিআরএলসি) প্রকল্পের আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। হিলফ্লাওয়ারের চেয়ারপার্সন ডা: নিলু কুমার তংচংগ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটিসি) নাসিরন সুলতানা, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা। কর্মশালায় বক্তব্যে রাখেন মানুষের জন্য ফাউন্ডের রাঙামাটির পরিচালক নিখিল চাকমা। কর্মশালায় তিন পার্বত্য জেলা থেকে সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, এলাকায় এলাকায় গিয়ে মানুষদের পুষ্টি নিয়ে সচেতনা গড়ে তুলতে হবে। পুষ্টি না পেলে ছেলে-মেয়েদের মেধা বিকশিত হবে না। পুষ্টি না পেলে মেধা সম্পন্ন ছেলে-মেয়ে গড়ে উঠবে না সেটা বুঝাতে হবে। তিনি পুষ্টি বিষয় সচেতনা সৃষ্টি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।