রাঙামাটিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পার্বত্য অঞ্চলের অনলাইন রক্তদাতা সংগঠন জীবন-এর পক্ষ থেকে জেলা সিভিল সার্জনকে কাছে রোববার বিভিন্ন সুরক্ষাসরঞ্জামাদি হস্থান্তর করা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ে সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে হ্যান্ডস্যানি টাইজার, মাস্ক (ওয়াশএবল ফ্রেস মাস্ক), ডেটল সাবান, ডেটল হ্যান্ডওয়াশ, বিপিমেশিনসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জামাদি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা কাছে হস্থান্তর করা হয় জীবনের পক্ষ থেকে। এসময় রক্তদাতা সংগঠন জীবন সিনিয়রসহ-সভাপতি মোঃইউনুছ (সুমন), সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন জানান, হাসপাতালগুলো প্রায় রোগী শূন্য হয়ে পড়েছে। করোনা সংক্রমণের ভয়ে সাধারণ রোগীরাও হাসপাতালে আসা কমিয়ে দিয়েছেন। তবে জরুরি কিছু সিজারিয়ান অপারেশন চালু আছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদেও সুরক্ষার বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। রাঙামাটির অবস্থা অন্যান্য জেলার চেয়ে অনেক ভালো। তারপরেও সংকটময় এই পরিস্থিতিতে যেহেতেু স্ব্যাস্থ বিভাগের জনবল সংকট তাই তিনি, সামাজিক সংগঠনগুলোকে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেও জন্য সুরক্ষা সরঞ্জামাদি দেওয়ার পাশপাশি বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবকদেও সহযোগিতা কামনা করেন।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেও পারসোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রয়োজনের তুলনায় কম থাকায় চিকিৎসকরা সেবা দিতে ইতস্তত বোধ করছেন। তাই আমরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেও সুরক্ষার কথা চিন্তা কওে প্রথম পর্যায়ে এসব সুরক্ষা সরজ্ঞামাদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য দিয়েছি। যে কোন ধরনের সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে আগামীতেও অব্যাহত থাকবে বলেও সংগঠনের নেতৃবৃন্দরা জাানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.