নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচনসহ এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেছেন। শনিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত মহিলা সদস্য এবং জেলা কৃষকলীগের আহ্বায়ক ও জেলা আ’লীগের সহ-সভাপতি প্রয়াত অনিল তঞ্চঙ্গ্যার স্ত্রী শান্তনা চাকমা একথা বলেন।
তিনি আরও বলেন আমার স্বামী একজন রাজনীতিবিদ হলেও তিনি রাজনীতি করেননি। তাকে এ পদে নিয়োগ দেয়ায় তিনি প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং রাঙামাটি জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জনসেবার মাধ্যমে নিজের জীবন উৎসর্গ করতে চান উল্লেখ করে ত্র অঞ্চলের পাহাড়ী-বাঙ্গালী সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য গত ২৫ মার্চ সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আন্তবর্তীকালীন পরিষদের ১ জন চেয়ারম্যান ও ১৪জন সদস্যকে নিয়োগ দেয়। এ ১৪ জন সদস্যর মধ্যে পাহাড়ী নারী কোটা থেকে শান্তনা চাকমা সদস্য হিসেবে নিয়োগ পান।
--হিলবিডি২৪/সিআর.