"ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি "তারই দৃষ্টান্ত হয়ে নব দিগন্তে ৫০ বছর পূর্তিতে বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেনা- অচেনা মুখ,জানা অজানা সেই হারিয়ে যাওয়া শিক্ষক এবং সহপাঠীর মাঝে দেখা মিলল মিলন মেলায়। কচি কাঁচা শিক্ষার্থীদের সাথে কাটিয়ে আসা দিনগুলো, শিক্ষা জীবনে কাটানো সেই দিনগুলো, হারিয়ে যাওয়া বন্ধুদের দুষ্টুমিগুলো এবং স্মৃতি বিজড়িত সেই শৈশবকাল মনে পড়ে গেলো বার বার। প্রাক্তন শিক্ষকদের কাছ থেকে পাওয়া স্নেহ, শাসনের ভেতর লুকিয়ে থাকা ভালবাসা ও মায়া মমতা এবং বিদ্যালয়ে শিক্ষকদের নানান অবদান যেন অমূল্য স্মৃতি ।
ছাত্র ও শিক্ষকদের ৫০ বছরে জমিয়ে রাখা মনের অনুভূতি প্রকাশের মধ্যে দিয়ে দিনটি হয়ে উাঠল আবেগঘন পরিবেশে।বহুদিন পর প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের শত ব্যস্ততার মাঝে "সাত সাগর তেরো নদী" পার হয়ে আবারো একি জায়গায় ফিরে পেয়ে খুশি ও মৃদু কান্নায় একে অপরের অনুভূতি প্রকাশের মাধ্যমে সার্থক হয়ে উঠল মিলন মেলাটি।এমন দিন সবার মাঝে ফিরে আসুক বার বার। তারই ছন্দে "আয়,আরকটিবার আয় রে শখা,প্রাণের মাঝে আয় মোরা সুখের-দুঃখের কথা কব,প্রাণ জুরাবে তায়" ছন্দটির ধারাবাহিকতায় এসব বক্তব্য উঠে আসে পরবর্তী আলোচনা সভায়।
শুক্রবার রাঙামাটির বরকলে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৫০ বছর পূর্তি ও ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে শুভ উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।
বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন। অ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি ও বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংসিং থোয়াই মগ এর সভাপতিত্বে ও রাগীব রাবেয়া কলেজের ছাত্র শিলা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।আরো বিশেষ অতিথি ছিলেন বরকল রাগীব রাবেয়া কলের অধ্যক্ষ নৈচিং রাখাইন,বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীনাথ চাকমা।
এসময় বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম,প্রাক্তন সহকারী শিক্ষিকা বাঞ্চিতা দেওয়ান, পরিমল চাকমা, রিনা দেওয়ান ও জাহানারা বেগম,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমর বিকাশ চাকমা প্রাক্তন ছাত্র এসআই সুব্রত দাশ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক সুনীল বিকাশ চাকমা অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক কর্মকার সহ বরকল মডেল সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও সাবেক শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতেই সকাল ১০টায় পুনর্মিলনী ক্যাপ ও টি শার্ট সংগ্রহ করা হয়। এরপর বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাক্তন কৃতি ছাত্র ড. শ্যামল কর্মকারকে সম্মান স্বারক প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.