অবশেষে ২৮ মার্চ থেকে রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
রোববার রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ টিপু সুলতান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের গৃহীত সিদ্ধান্তে অনুসারে ২০১৪-১৫ শিক্ষা বর্ষে এম,বিবি,এস কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত রাখার দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ গত ১০ জানুয়ারী প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যেমে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ওই দিন রাঙামাটি জেলায় অবরোধের ডাক দেয় সন্তু লারমার সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ। এই অবরোধকে কেন্দ্র করে শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ এবং পরবর্তীতে কারফিউ জারি করা হয়। এর পর থেকে মেডিকেল কলেজের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের গৃহীত সিদ্ধান্তে প্রেরিত বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য মন্ত্রনালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, সংসদ সদস্য উষাতন তালুকদার, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক প্রনতি বিকাশ চাকমাসহ প্রশাসনের সকল স্তরের উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে প্রেরণ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ টিপু সুলতান।
এদিকে গতকাল মেডিকেল কলেজ রাঙামাটিতেই শুরু করার ঘোষণায় প্রধানমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন-কৃতজ্ঞতা জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটির ছাত্র সমাজ। রোববার বেলা এগারটার সময় শহরের পৌর চত্ত্বর থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.