রোববার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে বালিশ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজয় গিরি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি সংরক্ষিত ওয়ার্ড সদস্য ননাবী চাকমা, ওয়াড সদস্য লক্ষী কুমার চাকমাসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সন্তোষ বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার উন্নয়ন মূখী সরকার। এই সরকার এসব প্রান্তিক এলাকায় জনসাধারণের যোগাযোগ উন্নয়নে রাস্তা নির্মাণের পাশাপাশি নিরাপদ পানিয়জল নিশ্চিত করে যাচ্ছে।
তিনি বিদ্যালয়ের কর্তব্যরত শিক্ষকদের প্রশংসা করে বলেন, সরকার বিদ্যালয় গুলো জাতীয় করণের আওয়াতায় নিলেও এখনো পর্যন্ত কর্মরত শিক্ষকদের সরকারি করণ করেনি। অথচ এসব শিক্ষক বিনা বেতনে বছরে পর বছর কমলমতি শিশুদের শিক্ষা দান দিয়ে যাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.