বৃহস্পতিবার কাপ্তাইয়ে লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় ১৫ দিন ব্যাপী বেসিক আইটি/সিটি লিটারেসি ট্রেনিং এর উদ্বোধন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সেলভিশন টেকনোলজি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন চন্দ্রঘোন ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমার সভাপতিত্বে করেন অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কেপিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবিএম আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সুইডেন্ট পলিটেকনিক ইনিষ্টিটিউট কাপ্তাইয়ের ইনসট্রাক্টর আব্দুল মতিন হাওলাদার, এলপিসির ব্যস্থাপক মো: মোস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সেলভিশন টেকনোলজির সমন্বয়কারী মোজাম্মেল হক বাচ্চু, সহকারী সমন্বয় কর্মকর্তা হারুন অর রশীদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচীতে কাপ্তাই ইউনিয়নের ২০জন ও চন্দ্রঘোনা ইউনিয়নের ২০জন সহ মোট ৪০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.