খাগড়াছড়ির রামগড় ৪৩বিজিবির (বর্ডার গার্ড ব্যাটালিয়ন) অধীন কয়লামুখ বিওপি‘র (বর্ডার আউট পোষ্ট) সদস্যরা গেল শুক্রবার বিকালে অভিযান চালিয়ে প্রায় ৬৫ ঘনফুট চোরাই কাঠ আটক করে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে এবং আটককৃত কাঠ হেয়াকো বন বিট ষ্টেশনে জমা করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়লামুখ বিওপির কমান্ডার এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/২-আরবি এলাকার বৌদ্ধগেরামারা নামক স্থানে অভিযান চালায়। এ সময় সীমান্ত রক্ষী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পাচারের উদ্দেশ্যে জড়ো করা কাঠগুলি উদ্ধার করা হয়। ধারনা করা হয়,যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.