এক বছর পর রাঙামাটির লংগদুতে তিনটি পাহাড়ি গ্রামে অগ্নি সংযোগের ঘটনার ক্ষতিগ্রস্ত ১৭৬ টি পরিবারের পূর্নবাসনের উদ্যোগ গ্রহন করেছে সরকার। মঙ্গলবার ৯ কোটি টাকার ব্যয়ে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
সকালের সকালের দিকে তিনটিলা গ্রামে গৃহনির্মানের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন, জেলা পরিষদ সদস্য জানে আলম, হেডম্যান সমিতির সাধারণ সম্পাদক কেরল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় দীপংকর তালুকদার বলেন, ক্ষতিগ্রস্থরা যাতে আরো এক বছর ভিজিএফ খাদ্য সহায়তা পায় সেজন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। তিনি ক্ষতিগ্রস্থদের জন্য গৃহ নির্মান কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ জুন তারিখে লংগদুর যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন এর হতাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে তিনটিলা, মানিকজোরছড়া ও বাত্যা পাড়ায় অগ্নি সংযোগ করলে ২১৩টি পাহাড়ী পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে ১৭৬টি পাহাড়ী পরিবারের গৃহ নির্মানের উদ্যোগ ওেনয় সরকার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.