বান্দরবান মঙ্গলবার শীতার্ত অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।
কালাঘাটা রুপ নগর এলাকায় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল নকিব আহম্মদ চৌধুরী। এ সময় সদর জোনের কমান্ডার লে; কর্ণেল নাজমুল হক,জোনের ক্যাপঃ বশীর আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শীতার্ত অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১১০টিকম্বল বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.