খাগড়াছড়ির আলুটিলায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে শনিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে। খাগড়াছড়ি শহরের সাংবাদিক-সংস্কৃতিকর্মী-উন্নয়নকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
জেলা শহরের টাউন হলের সন্মুখে এক মিনিট নীরবতা পালন শেষে প্রজ্জলিত মোমবাতি হাতে শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক আবু দাউদ ও কর্মসূচির অন্যতম উদ্যোক্তা অপু দত্ত।
উল্লেখ্য, গেল শুক্রবার খাগড়াছড়ি জেলার অদূরে আলুটিলা পর্যটন এলাকায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে ট্রাকের চাপায় নারী-শিশুসহ ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.