‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ শ্লোগানে রাঙামাটিতে সোমবার থেকে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বিকাল ৩টায় সারাদেশের সঙ্গে একযোগে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্ধোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসনের আয়োজিত উন্নয়ন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। এসময় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, পুলিশ সুপার হাসান তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা ও উন্নয়ন কর্মকর্তারা।
এদিকে এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বর পর্ষন্ত বর্ণাঢ্য এই র্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরী, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রমনি কান্ত চাকমাসহ রাঙ্গামাটি জেলা বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা র্যালীতে অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত সরকারের উন্নয়নের বিভিন্ন সামগ্রী নিয়ে এ মেলায় ৪৭টি ষ্টল বিভিন্ন সরকারী ও এনজিও সংস্থা অংশ করেছে। আগামী বুধবার পর্যন্ত এ মেলা চলবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.