রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওযামীলীগের সাধারণ সম্পাদক মরহুমা জেবুন্নেসা রহিমের শনিবার দুপুরে শহরের বনরূপা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। দুপুর দুইটায় বনরূপা আদালত প্রাঙ্গণ মাঠে জানাজা শেষে বনরূপা কবরস্থানে তার মায়ের কবরের পাশে জেবুন্নেসা রহিমকে দাফন করা হয়।
জানাজার আগে শনিবার সকাল থেকে শহরের চম্পকনগরস্থ নিজ বাসভবনের সামনে ফ্রিজেন ভ্যানে রাখা হয় রাঙামাটি জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিমের মরদেহ। তাকে শেষ বারের মতো দেখতে তার বাসভবনে ছুটে যান জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ শত শত সাধারন মানুষ।
সকালের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে প্রয়াত সদস্য জেবুন্নেসা রহিমের বাস ভবনে ছুটে যান। তিনি বেশ কিছুক্ষণ তার বাসায় অবস্থান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, দুপুরে বনরূপা আদালত ভবন মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজের জানাজা। এতে জেলা প্রশাসক মানজারুল মান্নান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, আওয়ামীলীগ সহ-সভাপতি রুহুল আমিনসহ শত শত মানুষ জমায়েত হয়ে জানাজায় অংশ নেয়।
এসময় সংরক্ষিত মহিলা আসননরে সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাসহ অন্যান্য ব্যক্তিবর্গ জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার পথে হাটহাজারীতে অসুস্থ বোধ করলে তাকে রাউজানের জে,কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। ২০১৫ সালে জেবুন্নেসা রহিমকে সরকার রাঙামাটি জেলা পরিষদের সদস্য পদে মনোনীত করে। এর আগে তিনি রাঙামাটি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি মহিলা আওয়অমীলীগের গুরুত্বপুর্ণ দায়িত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.