মঙ্গলবার মানবধিকার,উন্নয়ন সংস্থার কর্মী,আইজীবি ও নারী নেত্রীদের সাথে মত বিনিময় সভা করেছে জাতীয় মানবাধিকার কমিশন রাঙামাটি জেলা কার্যালয়।
রাঙামাটি শহরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিশনের সদস্য বাঞ্জিতা চাকমা। বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কমিশনের রাঙামাটি কার্যালয়ের উপ পরিচালক গাজী সালাউদ্দিন, ইউএনডিপির প্রতিনিধি শংকর পাল, আইনজীবি জুয়েল দেওয়ান, সাংবাদিক মোঃ মোস্তফা কামাল। সভায় তিন পার্বত্য জেলার বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, আইনজীবি, নারী নেত্রী, মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাতীয় মানবাধিকার কমিশন রাঙামাটি জেলা কার্যালয়ের সম্ভাব্য কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় বলা হয় পার্বত্য চট্টগ্রাম অ্ঞ্চলের প্রত্যেক সম্প্রদায়ের মানবাধিকার সুনিশ্চিত করা হবে। মানবাধিকার বিষয়ে অনেকের কাছে অজানা রয়ে গেছে। তাই কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রচারনা চালানোসহ এ অঞ্চলের মানবাধিকার লংঘনের বিভিন্ন বিষয়ে প্রয়োজনে তদন্ত সম্পাদন করে সরকারের কাছে প্রতিবেদন প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গেল অক্টোবর মাসের দিকে রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্যাঞ্চল শাখা স্থাপন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.