• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে-ধর্ম উপদেষ্টা                    রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন                    খাগড়াছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    
 
ads

একজন নিভৃতচারী,বিনয়ী ও ধ্যানী ভিক্ষুর জীবন রক্ষায় এগিয়ে আসুন

মিলিন্দ তনচংগ্যা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2016   Thursday

আমরা সবাই মানুষ, মানুষের পাশে একমাত্র মানুষই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত রাখতে পারে। মানুষের ন্যুনতম সহযোগিতায় মানুষ বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তির সাধ পেতে পারে।

 

প্রবাদ আছে "ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগরের অতল" এ বিখ্যাত কথা গুলি যদি বাস্তবে প্রয়োগ করি তাহলে আমাদের সমাজ আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে ওঠে। তদ্রুপ আপনার সামান্য বালুকণার সহযোগিতায় (আমাদের কাছে অমূল্য ধন) একজন আমাদের মতো রক্তেমাংসে গড়া মানব ফিরে পেতে পারে তাঁর স্বাভাবিক সুস্থতা, সে আবার বসতে পারে গভীর ধ্যানে। চিন্তা করতে পারে সমাজ তথা রাষ্ট্র নিয়ে।

 

তিনি যোগাতে পারেন আমাদের চিন্তার খোরাক, ভাবতে বা সংস্কার করতে সহযোগিতা করতে পারেন পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা।

 

আমরা এমনি এক সাধকের জন্য শ্রদ্ধাদান (মানবিক সহযোগিতা) কামনা করছি। তিনি হলেন ধুতাঙ্গ সাধক ডঃ এফ দীপঙ্কর ভান্তের আশ্রয় গুরু, নির্মোহ, নীরব সমাজ সেবক-সংষ্কারক, পূজনীয় আজিতা মহাথের (ধ্যানী ভান্তে নামে সমধিক পরিচিত)। তিনি গত ০৯ সেপ্টেম্বর ২০১৬খ্রীঃতে ভান্তে যে গুহায় ধ্যান করতেন সেখানে হোচট খেয়ে ভান্তের পা ভেঙ্গে যায় তথা ফ্র্যাকচার হয় ।

 

উল্লেখ্য যে,গুহাটি নির্জন এবং জনমানবশূণ্য হওয়ায় ভান্তেকে উদ্ধার করা হয় হোচট খাওয়ার প্রায় দেড় দিন পর। ৮৫ বছর বয়সী ভান্তে চট্টগ্রাম পাঁচলাইশ এ ডেল্টা হাসপাতালে ৭ম তলা’য় ৭০৯ নং কেবিনে ডাঃ আশিষ কুমার তনচংগ্যা এবং ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন-এর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে ভান্তেকে একটা অপারেশন করা হয়েছে এবং নিবিড় বিশ্রামে রাখা হয়েছে। আমরা সবাই জানি, আশিতিপর ধর্মীয়গুরু ধ্যানীভান্তে সবার শ্রদ্ধাদানে, সহযোগীতায়, প্রার্থনায় সু-চিকিৎসায় আবার ফিরবেন সবার মাঝে অহর্নিশ ধর্মীয় গাথায়, নির্বানীয় উপদেশে।

 

আবার বেঁচে থাকবেন মানবের মাঝে। তাঁর সু-চিকিৎসার জন্য ভান্তের অনুমতি সাপেক্ষে আমরা একটি চিকিৎসা তহবিল গঠন এবং সবার কাছে শ্রদ্ধাদান তথা মানবিক সহযোগিতা করে পূণ্য সঞ্চয়ে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ।

 

বিস্তারিত তথ্যের জন্যঃ ১. নাজিব কুমার তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৫৫৩১০৪৫৯৯ ২. উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৫৫৮৮৮৫৫৭৮ ৩. বিরলাল তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৮২০২০৮১৩৩ ৪. তন্ময় তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৮৩৪৯৩১৬০৬ ৫. শান্তিময় তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৫৫৬৭৪২৫৬৪।

 

(বিস্তারিত তথ্যসহ হালনাগাদ করা হবে) যেখানে শ্রদ্ধাদান পাঠাবেনঃ বিকাশ পার্সোনাল নাম্বারঃ- ১. তন্ময় তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮৩৪৯৩১৬০৬ ২. রাজুময় তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮১৮৭৩৪৮৬১ ৩. বিরলাল তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮২০২০৮১৩৩ ৪. নাজিব কুমার তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮১১৩৭৭৮৩৭ ৫. বিমল তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮৩৮৬৮০৯৪৫ ৬. গৌতম তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৫১৫২২৩৩৯৭ ৭. মিলিন্দ তনচংগ্যা- বিকাশ নং- ০১৭৩৯৩৫৮২২৬.

 

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং-১. তন্ময় তঞ্চঙ্গ্যা নাম্বার- ০১৫৫৩৭৪৭৫১০৩ ২. রাজুময় তঞ্চঙ্গ্যা নাম্বার- ০১৮১৮৭৩৪৮৬১৮ ৩. বিরলাল তঞ্চঙ্গ্যা নাম্বার- ০১৮২০২০৮১৩৩২ সোনালী ব্যাংক লিঃ বান্দরবান শাখা। সঞ্চয়ী হিসাব নং-১০০১৪৪৭২৯/৭৭ নাজিব কুমার তঞ্চঙ্গ্যা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ