খাগড়াছড়ির পানছড়িতে চেংগী সারিবালা স্মৃতি কলেজ ভবনের শুক্রবার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
পার্বত্য জেলার খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা নতুন কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পরে চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় কলেজ মাঠে পানছড়ি উপজেলা চেয়ারম্যান ও চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় সাংগঠনিক কমিটির সভাপতি সর্বোত্তম চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান ছিলেন খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, পানছড়ির লতিবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খগেশ্বও ত্রিপুরা, লোগাং ইউপি সাবেক চেয়ারম্যান সতীশ চন্দ্র চাকমা প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,শিক্ষায় শক্তি, শিক্ষায় উন্নতি। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই সকলের সহযোগিতায় এ কলেজটি একটি পরিপূর্ণ কলেজে পরিণত করা হবে। তিনি কলেজের উন্নয়নের জন্য তার তরফ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.