রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ (বিলাইছড়ি,কেংড়াছড়ি ও ফারুয়া) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ বৃহস্পতিবার বিলাইছড়ি উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইকরামুল ইসলাম,রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম ও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মঞ্জুরুল আলম মোল্লা প্রমুখ। প্রশিক্ষণে ৩ ইউনিয়নের ২৭টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণে ৪ জুনের নির্বাচনে নির্বাচন কমিনের বিধি বিধান অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.