আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফা ইউপি নির্বাচনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন দারুন জমে উঠেছে। প্রার্থীরা তাদের সমর্থকরাদের নিয়ে গ্রামে-গঞ্জে প্রচার-প্রচারণায় সর্বত্রই চষে বেড়াচ্ছেন দিন-রাতে সমানতালে। যেখানে ভোটার পাচ্ছেন সেখানে প্রার্থরা ভোট প্রার্থনা জানাচ্ছেন।
৩নং পানছড়ি ইউপিঃ ৩নং পানছড়ি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী প্রিয়ংকর চাকমা( মোটর সাইকেল), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা) সমর্থন নিয়ে সিন্দু কুমার চাকমা(ঘোড়া), আওয়ামীলীগের সমর্থন নিয়ে মোঃ নাজির হোসেন(নৌকা), কাজরী মারমা( আনারস), মোঃ আফজল মিয়া(চশমা) প্রতিদ্বন্ধিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৬৭০২জন। এদের মধ্যে মহিলা ৭৮২৯জন ও ৮৮৭৩জন পুরুষ ভোটার রয়েছেন। ১নং ওয়ার্ডে ৫৯৮জন, ২নং ওয়ার্ডে ১৩০৮জন, ৩নং ওয়ার্ডে ১২৬৮জন, ৪নং ওয়ার্ডে ২২৮৯জন, ৫নং ওয়ার্ডে ৩৩১৪জন, ৬নং ওয়ার্ডে ১৭৫৬জন, ৭নং ওয়ার্ডে ২১০৮জন, ৮নং ওয়ার্ডে ২৬৭৪জন ও ৯নং ওয়ার্ডে ১৩৮৭জন ভোটার রয়েছে।
মহিলা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্ধিতা করছেন তরা হলেন ১,২,৩ নং ওয়ার্ডের প্রমিতা চাকমা(বই), বিমলা দেবী চাকমা(সূর্ষমূখী ফুল), মল্লিকা চাকমা(বক), মিকি চাকমা(মাইক), ৪,৫,৬নং ওয়ার্ডে আরিফিন জান্নাত(তালগাছ), রহিমা বেগম(কলম), রোজি আক্তার(মাইক), রৌশনারা বেগম(জিরাফ), শামিলা আক্তার(সূর্ষমূখী ফুল), ৭,৮,৯নং ওয়ার্ডে মনোয়ারা বেগম(তালগাছ), মোছাঃ রিজু বেগম(কলম), হীরামতি বড়ুয়া(বক) প্রতিদ্বন্ধীতা করছেন।
সাধারন সদস্য পদে যারা প্রতিদ্বন্ধীতা করছেন তারা হচ্ছেন ১নং ওয়ার্ডে দীপ্তিময় চাকমা(তালা), রেজেন জয় ত্রিপুরা(টিউবওয়েল), ২নং ওয়ার্ডে জয় দত্ত জয় ত্রিপুরা(টিউবওয়েল), প্রদীপ দত্ত চাকমা(মোরক), ৩নং ওয়ার্ডে রিয়াজ উদ্দিন(ফুটবল), সঞ্চয় চাকমা(আপেল), মোঃ সোহেল মিয়া( টিউবওয়েল), ৪নং ওয়ার্ডে ইউছুফ আলী(মোরক), জাহাঙ্গীর আলম( বৈদ্যুতিক পাখা), মোঃ মতিউর রহমান(ফুটবল), ৫নং ওয়ার্ডে মোঃ আলমগীর হোসেন(ভ্যানগাড়ী), মোঃ জব্বার হোসেন(মোরগ), মোঃ শফিকুল ইসলাম( আপেল), সসান্ত চাকমাা(টিউবওয়েল), মোঃ হোসেন আলী(ফুটবল), ৬নং ওয়ার্ডে মোঃ আসিফ করিম(তালা), জয় প্রসাদ দেব(বৈদ্যুতিক পাখা), সনজিত দাস(মোরগ), ৭নং ওয়ার্ডে মোঃ জামাল(মোরগ), সুনাংক চাকমা(ফুটবল), ৮নং ওয়ার্ডে মোঃ আমিরুল বাশার(ফুটবল), রুপায়ন চাকমা(টিউবওয়েল), মোঃ শাহ আলম(আপেল), ৯নং ওয়ার্ডে অমর জ্যোতি চাকমা(মোরগ), ডিমেল দেওয়ান(ফুটবল), নন্তু চাকমা(আপেল), সুশূল বিন্দু চাকমা(টিউবওয়েল) প্রতিদ্বন্ধিতা করছেন।
১নং লোগাং ইউপিঃ পরপর ৩বার নির্বাচিত বর্তমান ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা এবার নির্বাচন না করায় এ ইউনিয়নে সব চেয়ারম্যান প্রার্থীই নতুন। বিগত নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী সমর বিকাশ চাকমা নির্বাচিত হওয়াই ইউপিডিএফ সমর্থিত প্রার্থী জয়ী হতে পারেন বলে সাধারন ভোটারদের ধারণা। অন্যদিকে জেএসএস(এমএনলারমা)সমর্থিত প্রার্থী ও সমর্থিতরাও প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে। গ্রামে-গঞ্জে ভোট প্রার্থনা করছেন। তবে আগামী ২৩ এপ্রিল হবে তাঁদের ভাগ্য নির্ধারণ। এ ইউনিয়নে মোট ভোটার ৮৭৯৫জন। এদের মধ্যে মহিলা ৪৩৯৭জন ও ৪৩৯৮জন পুরুষ ভোটার রয়েছেন।
এ ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন ইউপিডিএফ-এর সমর্থিত প্রত্যুত্তর চাকমা (অটোরিক্সা), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস,এমএন লারমা) সমর্থিত জগদীশ চাকমা (চশমা), আওয়ামীলীগ সমর্থিত মিলন সাহা (নৌকা),স্বতন্ত্র প্রার্থী জয়কুমার চাকমা (মোটর সাইকেল) ও মুনিন্দ্র লাল ত্রিপুরা (আনারস)।
সংরক্ষিত মহিলা আসনে সদস্য প্রতিদ্বন্ধি প্রার্থীরা হচ্ছেন ১,২,৩ নং ওয়ার্ডের নিরঙ্গ লতা চাকমা(মাইক), রিতা চাকমা(তালগাছ),সুমিত্রা চাকমা(সূর্ষমূখী ফুল), সোনালী চাকমা (বক)। ৪,৫,৬নং ওয়ার্ডের হচ্ছেন পরিনিতা চাকমা(সূর্ষমূখী ফুল) প্রান্তিকা চাকমা( কলম), প্রিয় বালা চাকমা( বই), ৭,৮,৯নং ওয়ার্ডের হচ্ছেন জ্যোৎস্না চাকমা(সূর্ষমূখী ফুল), মোছা: রাবিয়া বেগম( বক), সাবিনা চাকমা( মাইক) নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
সাধারন সদস্য পদে যারা প্রতিদ্বন্ধীতা করছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে জীবন চাকমা(ফুটবল), নয়ন রঞ্জন চাকমা(মোরক), প্রশান্ত কার্বারী(তালা), রাত্তোমুনি চাকমা(টিউবওয়েল)। এ ওয়ার্ডে ৫০৮জন পুরুষ ও ৪৬৩জন মহিলাসহ ৯৭১টি ভোটার রয়েছে। ২নং ওয়ার্ডে জাপান্যা চাকমা ও ৬নং ওয়ার্ডের বিজলী কুমার চাকমা বিনাপ্রতিদ্বন্ধীতায় মেম্বার নির্বাচিত হন। ৩নং ওয়ার্ডে আনন্দ প্রিয় চাকমা(ফুটবল), বিনয় কান্তি চাকমা(বৈদ্যুতিক পাকা), শান্তি রঞ্জন চাকমা(টিউবওয়েল), শ্যামল বিকাশ চাকমা(টর্চলাইট), রিপন চাকমা(তালা), সুভাষ চাকমা(ভ্যান গাড়ী)। এ ওয়ার্ডে মোট ভোটার ৮১৩জন। এদের মধ্যে পুরুষ ৪০৮জন, মহিলা ৫০৪জন। ৪নং ওয়ার্ডে কাজী মোঃ হানিফ(তালা), মোঃ আব্দুল জলিল( মোরক), মোঃ জসিম উদ্দীন(ভ্যান গাড়ী), মোঃ জহির আহম্মদ( টর্চলাইট), মোঃ সাহেব আলী( ফুটবল)। এ ওয়ার্ডে পুরুষ ৭২২ জন, মহিলা ৭২৪ জনসহ ১৪৪৬জন ভোটা রয়েছেন।৫নং ওয়ার্ডে বিরন জয় ত্রিপুরা(তালা), সাধন কুমার চাকমা( টিউবওয়েল), সুমতি লাল চাকমা( মোরক), হেমন্ত বিকাশ চাকমা(ফুটবল)।এ ওয়ার্ডে মোট ভোটার ১০১৬জন। এদের মধ্যে পুরুষ৫১৬জন, মহিলা ৫০০জন।৭নং ওয়ার্ডে বসুদেব চাকমা(টিউবওয়েল), সজেন্দ্র লাল ত্রিপুরা(ফুটবল), সুমন্ত চাকমা(তালা)।
এ ওয়ার্ডে মহিলা২১৯জন পুরুষ ও ২১৯জন মহিলাসহ ৪৩৮জন ভোটার রয়েছেন।৮নং ওয়ার্ডে মোট ভোটার ৭৮৯জন। এদের মধ্যে পুরষ ভোটর ৩৯৭জন ও মহিলা ভোটার ৪০১জন।
সাধারন সদস্য পদে যারা প্রতিদ্বন্ধীতা করছেন তারা হচ্ছেন খলেন বিকাশ ত্রিপুরা(টিউবওয়েল), বীরমনি চাকমা(তালা), রবীচন্দ্র চাকমা(ফুটবল)। ৯নং ওয়ার্ডে মোট ভোটার ১০৩২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪৯৬জন ও মহিলা ভোটার ৫৩৬ জন। সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন মোঃ আব্দুল কাদের(বৈদ্যুতিক পাকা), মোঃ আলমগীর(মোরক), মোঃ খোকন মিয়া(ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্ব ন্ধীতা করছেন।
৪নং লতিবান ইউনিয়নঃ এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪জন। ৪জনই রাজনৈতিক দলের প্রার্থী। ইউপিডিএফ-এর সমর্থিত প্রার্থী শান্তি জীবন চাকমা বিপুল ভোটে নির্বাচিত হন। এবারও তিনি চেয়ারম্যান হতে পারেন বলে পর্যবেক্ষক মহলের ধারণা।
চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, ইউপিডিএফ’র সমর্থিত প্রার্থী শান্তি জীবন চাকমা( আনারস), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা)সমর্থিত প্রার্থী বিমলেন্দু চাকমা(চশমা), আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কিরন ত্রিপুরা(নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সমর্থিত প্রার্থী অক্ষয় ত্রিপুরা(ধানের শীষ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার ৬৪৬৫জন। এদের মধ্যে ১নং ওয়ার্ডে ৫৩৫জন, ২নং ওয়ার্ডে ৭৩৯জন, ৩নং ওয়ার্ডে ৬৮৭জন, ৪নং ওয়ার্ডে ১১৭০জন, ৫নং ওয়ার্ডে ৯৬৭জন, ৬নং ওয়ার্ডে৯০৫জন, ৭নং ওয়ার্ডে ৫১৬জন, ৮নং ওয়ার্ডে ৫২২জন, ৯নং ওয়ার্ডে ৪২৪জন ভোটার রয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন ১,২ও ৩নং ওয়ার্ডে গণিকা ত্রিপুরা(বই), মনিতা ত্রিপুরা(বক), রোজনা ত্রিপুরা(সূর্ষমূখী), ৪,৫,৬ ওয়ার্ডে কেমি চাকমা(মাইক), সুজাতা চাকমা( কলম), সুনিতা চাকমা( সূর্ষ মূখী ফুল)প্রতিদ্বন্ধিতা করছেন । ৭,৮ ও৯নং ওয়ার্ডে তাপসি চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
সাধারণ সদস্য পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে জগদানন্দ ত্রিপুরা(টিউবওয়েল), সুবিন্দ লাল ত্রিপুরা( মোরগ), ২নং ওয়ার্ডে কিরণ লাল ত্রিপুরা(ফুটবল), দয়াময় ত্রিপুরা( টিউবওয়েল), কমল কান্তি ত্রিপুরা(মোরগ), ৩নং ওয়ার্ডে কেলেন্দ্র ত্রিপুরা(ফুটবল), চাকপে কুমার ত্রিপুরা(আপেল), ৪নং ওয়ার্ডে দয়াকর চাকমা( মোরগ), সঞ্জীব চাকমা(টিউবওয়েল), হেম রঞ্জন চাকমা(ফুটবল), ৫নং ওয়ার্ডে তপন বিকাশ চাকমা(টিউবওয়েল), বিনয় বিকাশ চাকমা(বৈদ্যুতিক পাখা), রুপের বিকাশ চাকমা(ফুটবল), ৬নং ওয়ার্ডে করুন বিকাশ তালুকদার(বৈদ্যুতিক পাখা), কুল জ্যোতি খীসা(ফুটবল), নিরু রঞ্জন চাকমা( তালা), বিকাশ মুনি চাকমা(মোরগ),৭নং ওয়ার্ডে আম্রা মার্মা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ৮নং ওয়ার্ডে উৎপল চাকমা(বৈদ্যুতিক পাখা), দেনু কুমার ত্রিপুরা(ফুটবল), থুন্দা মনি ত্রিপুরা(মোরগ), বাবুরাম ত্রিপুরা(টিউবওয়েল), সরোজ দেওয়ান ত্রিপুরা(ভ্যানগাড়ী), সোনা মোহন ত্রিপুরা(তালা), ৯নং ওয়ার্ডে কান্তি রঞ্জন ত্রিপুরা(মোরগ), কসুমচা ত্রিপুরা(তালা), পদ্ম ভূষণ ত্রিপুরা(টিউবওয়েল), রবীন্দ্র লাল ত্রিপুরা(ফুটবল) প্রতিদ্বন্ধিতা করছেন। ২নং চেংগী ইউপিঃ সবচেয়ে কম ভোটার এলাকা হচ্ছে ২নং চেংগী ইউপি। ভোটার কম হলে চেয়ারম্যান প্রার্থী কিন্তু কম নয়। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭জন। এরা হচ্ছেন ইউপিডিএফ সমর্থিত কালা চাঁদ চাকমা(টেবিল ফ্যান), আওয়ামীলীগ সমর্থিত সাধন চন্দ্র চাকমা (নৌকা), জেএসএস এমএনলারমা সমর্থিত নব কুমার চাকমা (আনারস), স্বতন্ত্র প্রার্থী উষা কান্তি চাকমা (অটোরিক্সা), গগেন্দ্র ত্রিপুরা (ঢোল), পূর্ণচন্দ্র চাকমা (ঘোড়া) ও কনক বরণ চাকমা (চশমা)। বিগত নির্বাচনে নব কুমার চাকমা কম ভোটে পরাজিত হন ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অনিল চন্দ্র চাকমা কাছ থেকে। তবে ইউপিডিএফের সমর্থন না পাওয়ায় বর্তমান চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা নির্বাচন করছেন না।
এ ইউনিয়নে মোট ভোটার ৬০১৯জন। এদের মধ্যে মহিলা ২৯৮১জন আর ৩০৩৮জন পুরুষ ভোটার রয়েছেন।
মহিলা সংরক্ষিত আসনে সদস্য প্রতিদ্বন্ধীতা করছেন তারা হলেন ১,২,৩ নং ওয়ার্ডে নিন্টুনী চাকমা(বই), মানেকপূুতি চাকমা(মাইক)। ৪,৫,৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা করছেন সোনারিকা চাকমা(সূর্ষমূখী ফুল), রুপালি চাকমা( কলম), সুশীলা চাকমা( বই), গীতা চাকমা( জিরাপ), বসুন্ধরা চাকমা(মাইক), সূচমা চাকমা( হেলিকপ্টার),৭,৮,৯নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধীতা করছেন ভূলনা চাকমা( সূর্ষমূখী ফুল), আশা চাকমা(বই)গোপাদেবী চাকমা(কলম)|
সাধারন সদস্য পদে যারা প্রতিদ্বন্ধীতা করছেন তারা হলেন ১নং ওয়ার্ডে নলাক মুনি চাকমা(ফুটবল), জেসমিন চাকমা(মোরক), সতীশ চাকমা(টিউবওয়েল)। এ ওয়ার্ডে মোট ভোটার ৫৩৮জন। উপজেলার সর্ব উত্তরে ভারতে সীমান্তবর্তী এ ওয়ার্ডটি।
২নং ওয়ার্ড মোট ভোটার ৫২৭জন। পলাশ চাকমা(ফুটবল), সুখি চাকমা( মোরগ), সুপন চাকমা(টিউবওয়েল) প্রতিদ্বন্ধিতা করছেন। ৩নং ওয়ার্ডে সাধন চন্দ্র চাকমা(ফুটবল), দিব্ব কুমার চাকমা(টিউবওয়েল), অসীম চাকমা(ভ্যান গাড়ী)। এ ওয়ার্ডে মোট ভোটার ৪০৭জন। ৪নং ওয়ার্ডে মোট ভোটার ৪২০জন। মোরগ মার্কা নিয়ে বজেন্দ্র চাকমা আর টিউবওয়েল মার্কা নিয়ে বিকাশ চাকমা প্রতিদ্বন্ধিতা করছেন।৫নং ওয়ার্ডে তপন চাকমা(ফুটবল), মিন্টু চাকমা(তালা), শান্তি ভূষণ চাকমা( টিউবওয়েল), সনাতন চাকমা(ভ্যানগাড়ী) প্রতিদ্বন্ধিতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৭৪৪জন। ৬নং ওয়ার্ডে তপন বিকাশ চাকমা(বৈদ্যুতিক পাকা), সাধন চন্দ্র চাকমা(ফুটবল), সোনাময় চাকমা( টিউবওয়েল) প্রতিদ্বন্ধিতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৬২১জন। ৭নং ওয়ার্ডে অমর ধন চাকমা(টিউবওয়েল), সুপ্রভাত চাকমা(ফুটবল) প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার ৮৪২জন। ৮নং ওয়ার্ডে মোট ভোটার ১১০৩ জন। সাধারন সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন বিনোদ বিহারী(মোরগ) ও শিশু কুমার চাকমা( টিউবওয়েল)। ৯নং ওয়ার্ডে মোট ভোটার ৮১৭জন। তন্টু চাকমা(ভ্যানগাড়ী), নগেন্দ্র লাল চাকমা(টিউবওয়েল), বিমল কান্তি চাকমা(তালা), মিলন বিকাশ চাকমা( আপেল), সুশোভন চাকমা( ফুটবল) প্রতিদ্বন্ধিতা করছেন।
৫নং লতিবান ইউনিয়নঃ এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্ধিতা করছেন। বিগত নির্বাচনে ইউপিডিএফ’র সমর্থিত প্রার্থী সুব্রত চাকমা নির্বাচিত হন। আর আবু তাহের অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। ইউপিডিএফের সমর্থন না পাওয়ায় সুব্রত চাকমা এবার প্রতিদ্বন্ধিতা করছেন না। সবাই নতুন মূখ। তাই লড়াই হতে পারে ইউপিডিএফ, আওয়ামীলীগ সমর্থিত আর স্বতন্ত্র প্রার্থী আবু তাহের এর মধ্যে।
এ ইউনিয়নে মোট ভোটার ৮২৫৮জন। এদের মধ্যে মহিলা ৪২৬২জন ও ৩৯৯৬জন পুরুষ ভোটার রয়েছেন। ১নং ওয়ার্ডে ১১৪৬জন, ২নং ওয়ার্ডে ১০৯৭জন, ৩নং ওয়ার্ডে ৬৭৩জন, ৪নং ওয়ার্ডে ১০৪২জন, ৫নং ওয়ার্ডে৭৭৬জন, ৬নং ওয়ার্ডে ৩৫০জন, ৭নং ওয়ার্ডে ৬৯৫জন, ৮নং ওয়ার্ডে ১১৩৫জন ও ৯নং ওয়ার্ডে ১৩৪৪জন ভোটার রয়েছেন।
চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন ইউপিডিএফ’র সমর্থিত বিজয় চাকমা (আনারস), মোঃ আবু তাহের(চশমা), আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আহির উদ্দীন (নৌকা),জাতীয় পাটি সমর্থিত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম(লাঙ্গল), বিএনপি সমর্থিত প্রার্থী রিপন ত্রিপুরা(নৌকা)।
মহিলা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন,১,২,৩ নং ওয়ার্ডের মোছাঃ আকলিম আক্তার(তালগাছ), মোছাঃ খালেদা আক্তার(মাইক), মোছাঃ ছুলেমা আক্তার(র্সর্ষমূর্খ ফুল), মোছাঃ রেখা বেগম (হেলিকপ্তার), ৪,৫ ও ৬নং ওয়ার্ডে মোছাঃ আছমা আক্তার(মাইক), মোছাঃ আয়শা আক্তার( বক), মোছাঃ তাহমিনা আক্তার(বই), মোছাঃ ফুলবানু আক্তার(হেলিকপ্তার), ৭,৮ ও ৯নং ওয়ার্ডে লমি চাকমা( বই) ও সোহেলী চাকমা(হেলিকপ্তার) প্রতিদ্বন্ধিতা করছেন।
সাধারন সদস্য প্রদে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে মোঃ আবু তাহের(টিউবওয়েল), মোঃ ইউছুপ সওদাগর(তালা), মোঃ জমির আলী( মোরগ), মোঃ রিপন (ফুটবল), ২নং ওয়ার্ডে মোঃ আবুল হাসেম(ফুটবল), মোঃ ইমাম হোসেন(তালা), মোঃফারুক মিয়া(মোরগ), ৩নং ওয়ার্ডে মোঃ আবুল রাজ্জাক(মোরগ), মোঃ নজরুল ইসলাম( ফুটবল), মোঃ রজব আলী(তালা), ৪নং ওয়ার্ডে মোঃ আউয়াল মিয়া(তালা), মোঃ দুলাল আহম্মদ (মোরগ), মোঃ হাবিবুর রহমান(টিউবওয়েল), লিটন সরকার(ফুটবল), ৫নং ওয়ার্ডে ফজরুল রহমান(ফুটবল), মোঃ জয়নাল আবেদীন( মোরগ), ৬নং ওয়ার্ডে বসন কুমার ত্রিপুরা(ফুটবল), বরেন্দ্র লাল ত্রিপুরা( টিউবওয়েল), শান্তি জীবন ত্রিপুরা( বৈদ্যুতিক পাখা), ৭নং ওয়ার্ডে দেব রঞ্জন ত্রিপুরা(টিউবওয়েল), মেলাধন ত্রিপুরা(তালা), শান্তি কুমার ত্রিপুরা(মোরগ), শিবজয় ত্রিপুরা(ফুটবল),৮নং ওয়ার্ডে খুলরাম চাকমা(ফুটবল), শ্যামল কান্তি খীসা(টিউবওয়েল), ত্রিদীব কিশোর চাকমা( আপেল), ৯নং ওয়ার্ডে খোকন বিকাশ চাকমা(ফুটবল), তাপস কান্তি চাকমা(তালা), প্রনয় চাকমা(টিউবওয়েল), রবি চাকমা(মোরগ)।
২নং চেংগী ইউপিঃ সবচেয়ে কম ভোটার এলাকা হচ্ছে ২নং চেংগী ইউপি। ভোটার কম হলে চেয়ারম্যান প্রার্থী কিন্তু কম নয়। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭জন। এরা হচ্ছেন ইউপিডিএফ সমর্থিত কালা চাঁদ চাকমা(টেবিল ফ্যান), আওয়ামীলীগ সমর্থিত সাধন চন্দ্র চাকমা (নৌকা), জেএসএস এমএনলারমা সমর্থিত নব কুমার চাকমা (আনারস), স্বতন্ত্র প্রার্থী উষা কান্তি চাকমা (অটোরিক্সা), গগেন্দ্র ত্রিপুরা (ঢোল), পূর্ণচন্দ্র চাকমা (ঘোড়া) ও কনক বরণ চাকমা (চশমা)। বিগত নির্বাচনে নব কুমার চাকমা কম ভোটে পরাজিত হন ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অনিল চন্দ্র চাকমা কাছ থেকে। তবে ইউপিডিএফের সমর্থন না পাওয়ায় বর্তমান চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা নির্বাচন করছেন না। এ ইউনিয়নে মোট ভোটার ৬০১৯জন। এদের মধ্যে মহিলা ২৯৮১জন আর ৩০৩৮জন পুরুষ ভোটার রয়েছেন।
মহিলা সংরক্ষিত আসনে সদস্য প্রতিদ্বন্ধীতা করছেন তারা হলেন ১,২,৩ নং ওয়ার্ডে নিন্টুনী চাকমা(বই), মানেকপূুতি চাকমা(মাইক)। ৪,৫,৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা করছেন সোনারিকা চাকমা(সূর্ষমূখী ফুল), রুপালি চাকমা( কলম), সুশীলা চাকমা( বই), গীতা চাকমা( জিরাপ), বসুন্ধরা চাকমা(মাইক), সূচমা চাকমা( হেলিকপ্টার),৭,৮,৯নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধীতা করছেন ভূলনা চাকমা( সূর্ষমূখী ফুল), আশা চাকমা(বই)গোপাদেবী চাকমা(কলম)|
সাধারন সদস্য পদে যারা প্রতিদ্বন্ধীতা করছেন তারা হলেন ১নং ওয়ার্ডে নলাক মুনি চাকমা(ফুটবল), জেসমিন চাকমা(মোরক), সতীশ চাকমা(টিউবওয়েল)। এ ওয়ার্ডে মোট ভোটার ৫৩৮জন। উপজেলার সর্ব উত্তরে ভারতে সীমান্তবর্তী এ ওয়ার্ডটি। ২নং ওয়ার্ড মোট ভোটার ৫২৭জন। পলাশ চাকমা(ফুটবল), সুখি চাকমা( মোরগ), সুপন চাকমা(টিউবওয়েল) প্রতিদ্বন্ধিতা করছেন। ৩নং ওয়ার্ডে সাধন চন্দ্র চাকমা(ফুটবল), দিব্ব কুমার চাকমা(টিউবওয়েল), অসীম চাকমা(ভ্যান গাড়ী)। এ ওয়ার্ডে মোট ভোটার ৪০৭জন। ৪নং ওয়ার্ডে মোট ভোটার ৪২০জন। মোরগ মার্কা নিয়ে বজেন্দ্র চাকমা আর টিউবওয়েল মার্কা নিয়ে বিকাশ চাকমা প্রতিদ্বন্ধিতা করছেন।
৫নং ওয়ার্ডে তপন চাকমা(ফুটবল), মিন্টু চাকমা(তালা), শান্তি ভূষণ চাকমা( টিউবওয়েল), সনাতন চাকমা(ভ্যানগাড়ী) প্রতিদ্বন্ধিতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৭৪৪জন। ৬নং ওয়ার্ডে তপন বিকাশ চাকমা(বৈদ্যুতিক পাকা), সাধন চন্দ্র চাকমা(ফুটবল), সোনাময় চাকমা( টিউবওয়েল) প্রতিদ্বন্ধিতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৬২১জন। ৭নং ওয়ার্ডে অমর ধন চাকমা(টিউবওয়েল), সুপ্রভাত চাকমা(ফুটবল) প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার৮৪২জন। ৮নং ওয়ার্ডে মোট ভোটার ১১০৩ জন। সাধারন সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন বিনোদ বিহারী(মোরগ) ও শিশু কুমার চাকমা( টিউবওয়েল)। ৯নং ওয়ার্ডে মোট ভোটার ৮১৭জন। তন্টু চাকমা(ভ্যানগাড়ী), নগেন্দ্র লাল চাকমা(টিউবওয়েল), বিমল কান্তি চাকমা(তালা), মিলন বিকাশ চাকমা( আপেল), সুশোভন চাকমা( ফুটবল) প্রতিদ্বন্ধিতা করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.