রাঙামাটির চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়ের মাতা ও চাকমা রাজ মাতা আরতি রায়কে শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজমাতার বর্তমান বয়স ৮৩ বৎসর। তিনি বার্ধক্য জনিত ও লিভার সমস্যায় ভুগছিলেন।
রাঙামাটি সিভিল সার্জন ডা: স্নেহ কান্তি চাকমা জানান, চাকমা সার্কেরের রাজমাতা বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার বেসরকারী হেলিকপ্টারে করে রাঙামাটি থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয় রাণী আরতি রায়কে। রাজমাতাকে বহনকারী এম্বুলেন্স হেলিকপ্টারটি তাকে নিয়ে দুপুর আড়াই টায় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়াম থেকে ঢাকার উদ্দেশ্য রাঙামাটি ত্যাগ করে। বিকাল সাড়ে টার দিকে ঢাকায় হেলিটি পৌছার কথা রয়েছে।
জানা গেছে, রাজমাতা আরতি রায়ের পূত্র চাকমা রাজা দেবাশীষ রায় বর্তমানে আমেরিকায় সফরে রয়েছেন। তবে চাকমা রানী ইয়েন ইয়েন রাজমাতার চিকিৎসার তত্ত্বাবধান করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.