শনিবার বান্দরবানে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠাকে কম্পিউটিারসহ নানান নিত্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তার নিজ বাসভবনে এসব কম্পিউটার ও ফ্যান পার্বত্য ভিক্ষু পরিষদকে কম্পিউটার এবং বালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের কাছে হস্তান্তর করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে তিন পার্বত্য জেলায় শত শত কোটি টাকার উন্নয়ন করা হচ্ছে। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করা হচ্ছে। বান্দরবানসহ তিন পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটার প্রশিক্ষন দেয়া হচ্ছে। শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। তবে মানুষের নৈতিক চরিত্র পাল্টাতে হবে। সরকার হাজার কোটি টাকার উন্নয়ন করলে হবে না যদি মানুষের মন-মানষিকতার পরিবর্তন না হয়।
তিনি দেশ ও জাতির সমৃদ্ধি অর্জনে প্রতিমন্ত্রী সকল ধর্মের ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
--হিলববিডি২৪/সম্পাদনা/সিআর.