খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল হক (৭৫)-এর দাফন সোমবার সম্পন্ন হয়েছে।
উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মোঃ রবিউল হক (৭৫) রোববার দিবাগত রাত ৮টার দিকে মুৃতু্যৃ বরণ করে। বার্ধক্যসহ তিনি দীর্ঘ দিন যাবৎ হাঁপানী রোগে ভোগ ছিলেন। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিমমুধু গ্রামের হেলো মিয়ার সন্তান। মৃতে্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ স্ত্রী রেখে গেছেন।
এদিকে সোমবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধার জানাজা মোল্লাপাড়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা মাঠে অনুৃষ্ঠিত হয়। জানাজা পূর্ব তাকে গার্ড অব অর্নার প্রদান করেন পানছড়ি থানা পুুলিশের একটি চৌকুস দল। এসময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান, চেয়ারম্যান প্রার্থী আবু তাহের, পানছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মোমিন, মেম্বার প্রার্থী মোঃ আবু তাহের (ঠাকুৃর), মোঃ জমির আলী, রিপন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে সূত কর্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনামুল হক (রিপন)সহ উপজেলা গন্যমাণ্য ব্যক্তিবর্গ। পরে তাকে মোল্লাপাড়া কবরস্থানে দাফন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.