• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটি ১০ উপজেলার ৪৯ ইউপি নির্বাচন দুই পিছিয়েছে ইসি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2016   Tuesday

রাঙামাটির ৪৯ টি ইউনিয়ন পরিষদের তৃতীয় দফার নির্বাচন পিছিয়ে ৬ষ্ঠ পর্য়ায়ের তফশীলে অর্ন্তভূক্তি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। আগামী ২৩ জানুয়ারী তৃতীয় ধাপে নির্বাচন হওয়ার কথা ছিল।



জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, রাঙামাটি জেলার ১০টি উপজেলায় ৪৯টি ইউপিতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে পারেনি। সে কারণে নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলোর অংশ গ্রহনের জন্য নির্বাচন কমিশন ৬ষ্ঠ ধাপে রাঙামাটিতে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা নির্বাচন অফিস ও সংশ্লিস্ট রিটানিং অফিসারদের বরাবরে পাঠানো হয়েছে।

 

এদিকে,বুধবার রাঙামাটি জেলার ৪৯ টি ইউনিয়নে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন নির্ধারিত ছিল। গতকাল দুপুর নাগাদ নির্দেশনার আসার পর নির্বাচনী কার্যক্রম স্থগিত হয়ে যায়। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো ছাড়া প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারায় এ নির্বাচন দুমাস পিছিয়ে দেয়া হয়েছে।
সূত্র মতে,‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০’ বিধি ১০ অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন সচিবালয়ের ১৫ মার্চ পাঠানো পত্রের নিদের্শ অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলার ৪৯টি ইউনিয়নের পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড এবং সাধারণ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৭ মার্চ। কিন্তু বিভিন্ন বাধায় প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা সঠিক সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পারায় এসব ইউপির নির্বাচন পিছিয়ে ষষ্ঠ ধাপে অন্তর্ভূক্ত করা হয়েছে।


ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়ার অভিযোগে রাঙামাটি জেলার ১০ উপজেলার ৪৯ ইউপির ভোট পেছানো হয়েছে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওইসব ইউপিতে নির্বাচন হবে ৪ জুন সর্বশেষ ষষ্ঠ ধাপে। এতে প্রার্থীরা নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এ ব্যাপারে মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে।


এদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, এ জেলার ৪৯ ইউপির তফসিল স্থানান্তর বিষয়ে ইসির চিঠি মঙ্গলবার এসে পৌঁছেছে। এসব ইউপিতে ভোট হবে ষষ্ঠ ধাপে।


তিনি জানান, ২৯ মার্চ পাঠানো নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মো.সামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিতে পারেনি, সেহেতু নির্বাচনে সবার অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে রাঙামাটি জেলার ১০টি উপজেলার ৪৯টি ইউনিয়নের নির্বাচন তৃতীয় ধাপের পরিবর্তে সর্বশেষ ষষ্ঠ ধাপের তফসিলে অর্šÍভূক্ত করা হয়েছে। তৃতীয় ধাপের পরিবর্তে ষষ্ঠ পর্যায়ে তফসিলে অর্ন্তভূক্ত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন। চিঠিতে ইসির পক্ষে নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মো. সামসুল আলম জেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটানিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।


পরিবর্তিত তফসিলে ষষ্ঠ ধাপে ৪ জুন রাঙামাটির যেসব ইউনিয়নে নির্বাচন হবে সেগুলো হল- কাউখালী উপজেলার বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া ও কমলপতি, জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া, দুমদুম্যা, জুরাছড়ি ও মৈদং, বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি, ফারুয়া ও ক্যাংড়াছড়ি, লংগদু উপজেলার আটারকছড়া, ভাসান্যাদম, বগাচতর, গুলশাখালী, কালাপাকুজ্যা, লংগদু ও মাইনীমূখ, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া, ঘিলাছড়ি ও গাইন্দা, বরকল উপজেলার আইমাছড়া, বড়হরিণা, বরকল, ভূষনছড়া ও সুবলং, নানিয়ারচর উপজেলার বুড়িঘাট, ঘিলাছড়ি, নানিয়ারচর ও সাবেংক্ষ্যং, বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি, বঙ্গলতলী, সার্রোয়াতলী, খেদারমারা, মারিশ্যা, রুপকারী, সাজেক ও আমতলী, রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা, বালুখালী, জীবতলী, কুতুকছড়ি, মগবান ও সাপছড়ি এবং কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা, চিৎমরম, কাপ্তাই, রাইখালী ও ওয়াগ্গা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ