বৃহস্পতিবার রাঙামাটিতে স্বাস্থ্য সহকারী ও পল্লী চিকিৎসকদের সমন্বয়ে ফিজিওথেরাপি চিকিৎসা, পেশা,প্রয়োজনীয়তা, সচেতনতা ও প্রচারণা বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়।
সিপিআরসি এবং চট্টগ্রাম সাগরিকা রোটারী ক্লাবের সৌজন্যে ও বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্ত ডা.রুহি বনানী। সিপিআরসি চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোটারী ইন্টারন্যাশনালের রোটারিয়ান প্রফেসর ড.মোঃতৈয়ব চৌধুরী, রোটারী ক্লাব অফ চিটাগং-এর প্রেসিডেন্ট আমিন সোহেল, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের রাঙামাটির কনসালটেন্ট ফিজিওথেরাপিষ্ট ডা. উক্রাচিং মারমা। এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান নুর মাহাম্মদ ও রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন ডা. ঝুমালিয়া চাকমা।
সেমিনারে বক্তারা বলেন, বিভিন্ন ধরনের বাত, ব্যথা প্যারালাইসিস, আঘাত জনিত ব্যথা , বয়স্কজনিত সমস্যা, স্পোর্টস ইনজুরি, আইসিইউতে চেস্টথেরাপি, ষ্ট্রোকজনিত হ্যামিপ্লাজিয়া/হাত পা অবশ, জিবিএস, মুখ বেকে যাওয়া, প্রতিবন্ধী যেমন শিশুদের জন্মগত সমস্যা, সেরিব্রাল পাল্সি/ সিপি রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম। তাছাড়া অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি’ই একমাত্র চিকিৎসা বলে বিবেচিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, এমন স্পর্শকাতর ইস্যুকে ব্যবহার করে অনেক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, প্রতিবন্ধী সংগঠন, এনজিও প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান ফিজিওথেরাপি যন্ত্রপাতি কিনে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে যাচ্ছেন। অথচ অনেক প্রতিষ্ঠানে আইন বিধি মোতাবেক ফিজিওথেরাপিস্ট নেই। ওয়ার্ড বয়, আয়া কিংবা টেকনোলজিস্টদের ফিজিওথেরাপিস্ট পরিচয় করিয়ে দিয়ে রোগীদের ফিজিথেরাপি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এতে অনেক ক্ষেত্রে রোগীরা ক্ষতিগ্রস্থও হচ্ছেন। ফলে বদনাম হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা পেশার ।
তাই এমন অপচিকিৎসা দূর করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সকলকেই জানতে হবে । ফিজিওথেরাপিস্ট হতে হলে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে ইন্টার্নশিপসহ ৫ বৎসর মেয়াদি ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) ডিগ্রি থাকতে হবে এবং প্র্যাক্টিস করতে হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফিজিওথেরাপি চিকিৎসা পেশাদার হিসেবে অস্থায়ী রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে ফিজিওথেরাপি চিকিৎসা কেবল বিপিটি ডিগ্রিপ্রাপ্ত ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে করতে হবে।
উল্লেখ্য, সিপিআরসি রাঙামাটিতে ১২ তম শাখার যাত্রা শুরু করে গত ১৯ ফের্রুয়ারী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.