জীবন বাজি রেখে নদীতে ডুবে যাওয়া ৯ জন ছাত্রীকে উদ্ধার করলেন কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন। সোমবার বিকেলে উপজেলা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার বিকেলে কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেনীর ৯ জন পাহাড়ী ছাত্রী স্কুল ছুটির পর নদীর ওপারে অবস্থিত উজানছড়ির নিজ নিজ বাসায় যাচ্ছিল। এ সময় নদীর ঢেউ-এর মাঝপথে নৌকা উল্টে গেলে ৯ ছাত্রী পানিতে ডুবে যায়। ঘটনার সময় আশপাশে লোকজন উপস্থিত থাকলেও তাদের উদ্ধারে কেউ এগিয়ে যায়নি। এতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা ছাত্রলীগ নেতা এ আর লিমন নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে ছাত্রীদের উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় ওই ছাত্রলীগ নেতা অন্যন্য নজির স্থাপন করেছেন।
নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়–য়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিমন জীবন বাজি রেখে ছাত্রীদের উদ্ধার করে যা করেছে তা অনন্য নজির হয়ে থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.