নৃত্য ও অভিনয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ কৃতিত্ব অর্জন করায় রাঙামাটির নৃত্য শিল্পী মঞ্জুরুল আলম মঞ্জুকে আলোড়ন নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে নৃত্য শিল্পী মো. মঞ্জুরুল আলম মঞ্জুকে এ সম্মাননা প্রদান করা হয়।
মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু,জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চিত্ত রঞ্জন পাল ও মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, আলোড়ন নারী উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক বেগম নূর জাহান পারুল এ সম্মাননা ক্রেস্ট মঞ্জুর হাতে তুলে দেন।
এছাড়া রাঙামাটির আরও ৩জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত একক অভিনয় পম্পি বড়–য়া, অভিনয় এবং নৃত্য বন্যা এবং দেশাত্বাবোধক গানে প্রত্যয় বড়–য়া ও সন্তানদের সাংস্কৃতিক অঙ্গণে সাফল্য অর্জন করায় সফল মা হিসেবে ঝর্না বড়ুয়াকে আলোড়ন নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, রাঙামাটির নৃত্য শিল্পী মো: মঞ্জুরুল আলম মঞ্জু বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০১১ সালে একক অভিনয় এবং নৃত্য রানার আর্প, ২০১২ সালে একক অভিনয় দ্বিতীয় এবং ২০১৩সালে একক অভিনয়ে তৃতীয় স্থান অধিকার করে তৃতীয়বারের মতো বিজয়ী হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.