রাঙামাটিতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজ আরও তিন দিন বৃদ্ধি করা হয়েছে। গেল ১২ ফেব্রুয়ারী থেকে রাঙামাটি জেলায় রোহিঙ্গা শুমারি তৈরীর কাজ শুরু করা হয়।
জানা গেছে, রাঙামাটি জেলায় অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজ ১৩টি জোনে ভাগ করে ১০ উপজেলায় গত ১২ ফেব্রুয়ারী থেকে রোহিঙ্গা শুমারি কাজ শুরু করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এ শুমারির জন্য রাঙামাটি জেলায় ৩৬ জন সুপারভাইজার ও ৩৫৫ জন গণনাকারী নিয়োাগ করা হয়েছে। এ শুমারীর কাজে নিয়োজিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এ প্রকল্পটির বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)।
পরিসংখ্যান ব্যূরোর রাঙামাটি জেলা কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন দেওয়ান বলেন, রাঙামাটি জেলায় রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজ বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। তবে এ সময়সীমা আরও তিন দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী এ কাজ শেষ হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.