লামা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী আমির হোসেনের সমর্থনে মঙ্গলবার নির্বাচনী গণসংযোগে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী।
জানা যায়, আসন্ন লামা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থীর সমর্থনে প্রচারনার অংশ হিসেবে মঙ্গলবার লামা বাজারসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র মনোনীত প্রার্থী আমির হোসেনের ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ, উঠান বৈঠক ও পথ সভায়যোগদান করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী ।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লামা পৌছলে বান্দরবান জেলা ও লামা উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দসহ শতশত কর্মীবৃন্দ লামা বাস ষ্টেশনে তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি লামা বাজার ও ১নং ওয়ার্ড চাম্পাতলী গণসংযোগ শেষে মীম ফিলিং ষ্টেশনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা লামামুখ বাজার এলাকা ও লাইনঝিরিসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথ সভায় অংশগ্রহণ করেন।
এ সময় গণসংযোগের তার সাথে ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি রাজ পুত্র সাচিংপ্রু জেরী, জাতীয় কমিটি’র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ম্যামাচিং মার্মা, জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া ও সাংগঠনিক সম্পাদক এম রুহুল আমিনসহ প্রমূখ।
গণসংযোগ কালে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বলেন, লামার মাটি বিএনপি’র ঘাটি হিসেবে দেশের মানুষ জানে। লামা পৌর নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে এবং মানুষ নিরাপদে ভোট দিতে পারলে বিএনপি’র প্রার্থী আমির হোসেন অবশ্যই দ্বিতীয় বারের মত লামা পৌরসভার মেয়র নির্বাচিত হবে।
কোন ধরনের ভোট জালিয়াতি, কারচুপী ও কেন্দ্র দখলের চেষ্টা করলে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিবর্তনের আন্দোলন শুরু করবে বিএনপি। তিনি লামা পৌর সভা নির্বাচন সুষ্ঠ না হওয়ার অনেক কিছু কারণ লক্ষ্য করে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বরেন, দলের বিরুদ্ধে কোন নেতা-কর্মী অবস্থান নিলে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে লামা উপজেলা সফর করেছেন এবং লামার মানুষদের পুনর্বাসন করেছেন। চকরিয়া-লামা-আলীকদম সড়ক যোগাযোগ, বিদ্যুতায়ন ও লামাকে মহুকুমা করেন। তৎকালীন সময়ে লামার উন্নয়নে সর্বক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল।
বিজয় সুনিশ্চিত হবেই উল্লেখ করে তিনি প্রচারনায় অংশ নেওয়া শত শত নেতা কর্মীদের খালেদা জিয়া ও তারেক রহমানের দেওয়া সালাম লামা বাসী ও বিএনপির নেতা কর্মীদের পৌঁছে দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে জনগনের সমর্থন আদায়ে সকল নেতা কর্মীদের কাজ করার জন্য অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.