চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেশণা কেন্দ্রের উদ্যোগে সপ্তাহ ব্যাপী চাকী পলু পালন স্বল্প মেয়াদী চাষী প্রশিক্ষনে বুধবার প্রশিক্ষণার্থীদের নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
গত ২৯ নভেম্বর থেকে এক সপ্তাহ ব্যাপী চাকী পলু পালন স্বল্প মেয়াদী চাষী প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষনার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ চলাকালীন পলু পালন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আঞ্চলিক রেশম গবেশনা কেন্দ্রের সিনিয়র অফিসার কামনাশিষ দাশ, রাজশাহী রেশম বোর্ডের রিচার্জ এসিসট্যান্ট হাজি রেজাউল করিম।
এছাড়া প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঝর্ণা বেগম, আয়েশা বেগম, রোজী বেগম, পুষ্প তঞ্চঙ্গ্যা, শান্তা তঞ্চঙ্গ্যা, সনতি তঞ্চঙ্গ্যা, জেসমিন আকতার, আখি আক্তার, নুচিং মারমা, ¤্রাখাই চিং মারমা প্রমুখ। প্রশিক্ষণে মোট বিশ জন প্রশিক্ষানার্থী অংশ গ্রহণ করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.