• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান নিহত                    রাঙামাটিতে পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল,ফুটপাত দখল দুঃখজনক-জেলা প্রশাসক                    রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারি সম্মেলন অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত                    কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ                    রাঙামাটিতে মহিলা অধিদপ্তরের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    কাউখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড                    বিলাইছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত                    বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা                    শুধু মুখের কথা ও কাগজে লেখা নয় বাস্তবে অন্তর্ভূক্তিমূলক দেখতে চাই -সন্তু লারমা                    
 
ads

রোয়াংছড়িতে এক সরকারী শিক্ষিকার বদলির স্থান মিলছে না কোথাও!

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2014   Saturday

বান্দরবানের রোয়াংছড়িতে এক সরকারী শিক্ষকের বদলীর স্থান মিলছে না কোন বিদ্যালয়ে! পান্না দাশ নামে এই শিক্ষকের বদলী নিয়ে বিব্রতাবস্থায় পড়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। কোথাও বদলীর স্থান মিলছেনা ওই শিক্ষকের! গ্রহণ করতে চাইছে না কোন বিদ্যালয়ের অভিভাবকেরা। এই নিয়ে বেকায়দায় পড়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, পান্না দাশ বেতছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। কর্মস্থলে যোগদানের পর থেকে ক্ষমতার দাপট, কমস্থর্লে ফাঁকি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ও এলাকাবাসীদের জোরদাবিতে বেতছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বড়ইতলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী আদেশ দেওয়া হয়। কিন্তু ওই বিদ্যালয়ের অভিভাবকেরাও মেনে নেয়নি তাঁকে। এ অবস্থায় গত ১৬ জুন কর্মস্থলে যোগদান করতে গেলে তাড়িয়ে দেয় বড়ইতলী পাড়াবাসীরা। এরপর ১৭ তারিখ নিজস্ব বাহিনী নিয়ে জোড়পূর্বকভাবে যোগদান করতে যায় ওই শিক্ষক। পাড়াবাসীরা তাও প্রতিরোধ করে। এই নিয়ে চলে পাল্টাপাল্টি অভিযোগ। এই অনাকাঙ্খিত ঘটনায় বিরক্ত আর অস্বস্তির মধ্যে পড়েছে কর্তৃপক্ষ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় গৃহিত প্রস্তাব অনুযায়ী বেতছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক পান্না দাশকে একই ইউনিয়নের বড়ইতলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পৃথকভাবে বদলি আদেশ জারি করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যার স্মারক নং  পাজেপ-২১/২৩৫/০০৫/৩৩/০৯/০৮৭ (অংশ-১) ২০১১-৫৩০ তাং-০৯/০৬/১৪ এবং জেপ্রাশিঅ/বাবান/১১৭/৬৩৯/৬-১১/০৬/১৪। আদেশে বলা হয় ১৫ জুনের মধ্যে পান্না দাশকে নতুন কর্মস্থলে যোগদান করতে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গত ১৬ জুন কর্মস্থলে যোগদান করতে যায় পান্না দাশ। কিন্তু পাড়াবাসীদের বাধারঁ মুখে তিনি কর্মস্থলে যোগদান করতে পারেননি। যোগদান করতে না পারায় রাগে-ক্ষোভে তিনি পাড়াবাসীদের অকথ্য গালিগালাজ ও মামলা হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন পাড়াবাসীরা ।

বড়ইতলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি চিংসামং মারমা বলেন, বির্তকিত ওই শিক্ষিকার অতীতে বিভিন্ন খারাপ কার্যকলাপের কারনে পাড়াবাসীরা তাকে (পান্না দাশ) চান না। ওই শিক্ষক ছাড়া অন্য যে কাউকে তাঁরা গ্রহন করবেন।

ছাত্রছাত্রীর অভিভাবক মেসাংথুই মারমা বলেন, ওই শিক্ষিকা থাকলে আমরা ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাব না।

অভিযুক্ত ব্যাপারে প্রধান শিক্ষক পান্না দাশের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে রোয়াংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সালাহ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধান শিক্ষক পান্না দাশের ব্যাপারে নির্বাহী অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু এ সমস্যার কোন সমাধান করতে পারছেননা তাঁরা। বিষয়টি নিয়ে জেলা উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান তিনি।


–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ